বাড়ির সদর দরজার সামনে রয়েছে ছোট একটি বাগান। কয়েক ধাপ সিঁড়ি উঠেই লাগোয়া বারান্দা। সেই খোলা বারান্দায় ছিল একটি বেঞ্চ। বসার জায়গায় গা এলিয়ে শুয়েছিল একটি কুকুর। আলসেমি করতে গিয়ে বিপদ ডেকে আনল সে। পিঠ উল্টো করে আড়মোড়া ভাঙঠছিল কুকুরটি। কিন্তু টাল সামলাতে না পেরে বেঞ্চ থেকে পড়ে যাচ্ছিল সে। সঠিক সময়েই দুয়ারে হাজির হলেন পোষ্যের রক্ষাকর্তা।
সেই ঠিকানায় পার্সেল ডেলিভারি করতে গিয়েছিলেন এক তরুণ। পোষ্যের বিপদ দেখে সে দিকে এগিয়ে গেলেন তিনি। পোষ্যের ঘাড় ধরে খুব সাবধানে তাকে নীচে শুইয়ে দিলেন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘রাফরাইডারদ্যজিআর’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর বাড়ির লাগোয়া বারান্দায় বেঞ্চের উপর শুয়ে রয়েছে। বেঞ্চে পিঠ উল্টে শুয়ে আড়মোড়া ভাঙতে গিয়েছিল সে। টাল সামলাতে না পেরে বেঞ্চ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয় তার। ঠিক সেই সময় নির্দিষ্ট ঠিকানায় পার্সেল ডেলিভারি করতে পৌঁছন এক তরুণ। সিঁড়ি দিয়ে বারান্দায় উঠছিলেন তিনি।
পোষ্যের বিপদ দেখে হাতের পার্সেল ফেলে দিয়ে কুকুরের ঘাড় ধরে ফেলেন তিনি। কুকুরটি সেই তরুণের হাতের উপরেই পড়ে যায়। খুব সাবধানে কুকুরটিকে মেঝের উপর শুইয়ে দেন সেই ডেলিভারি কর্মী। তার পর কুকুরের গায়ে-মাথায় হাত বুলিয়ে আদরও করে দেন তিনি। কুকুরটিও বেশ আরাম করে শুয়ে শুয়ে আদর খেতে থাকে।
বাড়ির সদর দরজায় লাগানো সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্যটি ধরা পড়েছে। তবে ঘটনাটি কোথাকার সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অধিকাংশ নেটাগরিকের দাবি, ভিডিয়োটি পুরনো। আবার নতুন ভাবে তা সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে।