Advertisement
E-Paper

রেলিং টপকাতে গিয়ে দুর্ঘটনা, পাথরে ঠুকল মাথা! সময় বাঁচাতে গিয়ে সময় শেষ হচ্ছিল তরুণের

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক তরুণ বুকসমান সেই রেলিং টপকে পার হওয়ার চেষ্টা করছেন। নীল জামা পরা ব্যক্তির কাঁধে ছিল একটি ব্যাগ।

A man was trying to cross the railing and faced an unexpected incident near rail station in Maharashtra

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৬
Share
Save

সময় বাঁচাতে গিয়ে বিপদ ডেকে আনলেন এক তরুণ। সোজা রাস্তায় না গিয়ে রেলিং টপকাতে গিয়ে পড়লেন মুখ থুবড়ে। মহারাষ্ট্রের একটি রেলস্টেশনের ঘটনা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিলেন প্রাণের ঝুঁকিও। সেই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। রেললাইনের ধারে বসানো লোহার রেলিং টপকাতে গিয়ে ডেকে আনলেন চরম বিপদ।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে এক তরুণ বুকসমান সেই রেলিং টপকে পার হওয়ার চেষ্টা করছেন। নীল জামা পরা ব্যক্তির কাঁধে ছিল একটি ব্যাগ। রেললাইনের পাশ দিয়ে নেমে তিনি সেই রেলিংয়ে উপর চড়ে বসেন। সেই সময় যে বা যাঁরা এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করছিলেন তাঁদের দিকে হাসিও উপহার দেন তিনি। তার পরই ঘটে দুর্ঘটনা। দুই পা ঘুরিয়ে রেলিং থেকে নামতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। উল্টো হয়ে ঘুরে মাথা নীচের দিকে করে পড়ে যান তিনি। সজোরে মাথা ঠুকে যায় রেললাইনের ধারে ছড়িয়ে থাকা টুকরো পাথরে। মাথায় সম্ভবত গুরুতর আঘাত লাগে ওই তরুণের। দুর্ঘটনার পরে তাঁর কী অবস্থা হল তা জানার আগেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

‘অফিসিয়াল সুনীল বালওয়াদা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ১৩ জানুয়ারি পোস্ট করা ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ১৩ লক্ষেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। প্রচুর মন্তব্য জমা পড়েছে পোস্টে। বেশির ভাগ মন্তব্যই মজার।

Viral Video Maharashtra Instagram Viral Viral Story Viral Story Instagram

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}