বাগান থেকে কমলালেবু কুড়িয়ে এনেছিল একটি ব্যাঙ। কিন্তু গর্তের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন এক অনাহূত অতিথি। ব্যাঙের কুড়িয়ে আনা কমলালেবুর দিকে হাত বাড়ালেন এক জন তরুণ। তরুণের এই ‘চুরি’ মোটেই পছন্দ হল না ব্যাঙের। তাই রেগে গিয়ে তরুণের উপর ঝাঁপিয়ে পড়ল ব্যাঙটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ইনটু_দ্য_ওয়াইল্ড_০০১’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, বুলফ্রগ প্রজাতির একটি বিশেষ ব্যাঙের গর্তের সামনে একটি কমলালেবু রাখা রয়েছে। গর্তের সামনে হাত বাড়িয়ে দিতে দেখা গেল এক তরুণকে। হাতের দুই আঙুল ফাঁক করে তা দিয়ে কমলালেবুটি ধরে নিয়ে নিচ্ছিলেন তরুণ। ব্যাঙটির সামনেই তার ‘সম্পত্তি চুরি’ করছিলেন তিনি।
তা দেখে কিছুতেই মেনে নিতে পারল না ব্যাঙটি। সঙ্গে সঙ্গে তরুণের গায়ে ঝাঁপিয়ে পড়ল রাগী ব্যাঙ। সমাজমাধ্যমের পাতায় মজার এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হাসির বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এক জন নেটাগরিক লেখেন, ‘‘সত্যিই তো ব্যাঙটির রেগে যাওয়ার কথা। কমলালেবু ওর নিজের জিনিস। তাতে যদি অন্য কেউ ভাগ বসায় তা হলে তো রেগে যেতে বাধ্য।’’