সমাজমাধ্যমে চলতি ‘ট্রেন্ড’-এ গা ভাসাতে গিয়ে হাসপাতালে ভর্তি হতে হল এক নেটপ্রভাবীকে। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খেতে গিয়ে বিপদে পড়লেন ওই টিকটকার। কার্নিভোর ডায়েট অনুসরণ করতে গিয়ে প্রচুর পরিমাণে মাংস খেতে শুরু করেন তিনি। তার পর হঠাৎই প্রস্রাবের বদলে রক্ত বেরিয়ে আসতে দেখে ঘাবড়ে যান তিনি। তড়িঘড়ি হাসপাতালে দৌড়তে হয় তাঁকে। প্রচণ্ড যন্ত্রণাও শুরু হয়। হাসপাতালে মরফিন দিতে হয় তাঁকে। পরে চিকিৎসকেরা জানান, তাঁর কিডনিতে পাথর জমে গিয়েছে। এর কারণ হল অতিরিক্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করা।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ডালাসের এক সমাজমাধ্যমপ্রভাবী ইভ ক্যাথরিন বেশি পরিমাণ মাংস ও প্রোটিন জাতীয় খাদ্যতালিকা অনুসরণ করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ‘কার্নিভোর ডায়েট’ হল শুধুমাত্র প্রাণিজ খাবার গ্রহণের উপর জোর দেওয়ার একটি ভাইরাল প্রবণতা। খাদ্যতালিকায় মূলত মুরগি, মাছ, শুয়োরের মাংস এবং অন্যান্য প্রাণিজ খাবার রাখা হয়।
আরও পড়ুন:
একটি ভিডিয়োয় ২৩ বছর বয়সি ওই বিষয়স্রষ্টা জানিয়েছিলেন যে, তিনি সকালের জলখাবারে দু’টি বা তিনটি ডিম, দুপুরের খাবারে উচ্চ প্রোটিনযুক্ত দই এবং রাতের খাবারে মাংস খাওয়া শুরু করেছেন। রুটিন শারীরিক পরীক্ষার সময় চিকিৎসক তাঁর প্রস্রাবে উচ্চ প্রোটিনের মাত্রা লক্ষ করলেও এ নিয়ে বিশেষ মাথা ঘামাননি ক্যাথরিন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তিনি স্বীকার করেছিলেন, শুধু মাংসের উপর নির্ভর করাটা বোকামির কাজ হয়েছে। ক্যাথরিনের ঘটনা জানার পর ইনস্টাগ্রামে আরও এক জন নেটপ্রভাবী জানান, মাংস জাতীয় বেশি খাওয়ার ফলে তাঁরও কিডনি নষ্ট হয়ে গিয়েছে।