ঘুমন্ত বাঘকে জাগিয়ে বেঘোরে মারা পড়ল কুকুর। রাজাকে চ্যালেঞ্জ করতে গিয়ে প্রাণটাই খোয়াতে হল শেষমেশ। মাত্র ১০ সেকেন্ডের মধ্যে ভবলীলা সাঙ্গ হল কুকুরের। রণথম্ভোরের একটি পুরনো ভিডিয়ো সম্প্রতি আবার ভাইরাল হয়েছে। ভিডিয়োটি রণথম্ভোরের টি১২০ নামের একটি বাঘের। সেটি ‘কিলিং মেশিন’ নামে কুখ্যাত। গাছের নীচে সেটি যখন বিশ্রাম করছিল, তখন সেখানে হাজির হয় একটি কুকুর। বাঘটিকে দেখেই ডাকতে শুরু করে সেটি। তাতেই খেপে যায় ‘কিলিং মেশিন’। আক্রমণ করে বসে কুকুরটিকে। পুরনো সেই ভিডিয়োটিই আবার ছড়িয়ে পড়েছে ইনস্টাগ্রামের পাতায়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি মাত্র ২৭ সেকেন্ডের। সেখানে দেখা গিয়েছে, কুকুরটি এমন ভাবে বাঘটির কাছে এগিয়ে আসে, যেন এটি কোনও হিংস্র প্রাণী নয়। শুধু তা-ই নয়, যখন বাঘ ঘুম থেকে জেগে ওঠে তখন পালানোর পরিবর্তে কুকুরটি ডাকাডাকি করতে শুরু করে। এমনকি বহু গুণ শক্তিশালী প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য তার দিকে এগিয়েও যায়। কুকুরটি ঘেউ ঘেউ করে বাঘের দিকে লাফিয়ে যায়। কিন্তু ১০ সেকেন্ডের মধ্যেই কুকুরের জারিজুরি শেষ হয়ে যায়। বাঘটি কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে শেষ করে জঙ্গলে নিয়ে যায়। পুরো দৃশ্যটি একটি গাড়িতে বসে থাকা পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিয়োটি দেখার পর অনেকেই বলেছেন যে, এটি সম্পূর্ণ পরিকল্পিত বলে মনে হচ্ছে। পর্যটকদের বিনোদনের জন্য একটি কুকুরকে বলি দেওয়া হয়েছিল। কেউ কেউ মন্তব্য করেছেন, কুকুরটির উচিত ছিল চুপচাপ নিজের রাস্তায় চলে যাওয়া। ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। প্রচুর লাইক কমেন্ট জমা পড়েছে ভিডিয়োয়।