অদ্ভুত ঘটনা ঘটল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে। ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মারেন বেঙ্কটেশ আয়ার। কিন্তু তাঁর নামের পাশে লেখা হয় পাঁচ রান। কোন নিয়মে এক রান বেশি পেলেন তিনি?
অধিনায়ক অজিঙ্ক রাহানে আউট হওয়ার পর ব্যাট করতে নামেন বেঙ্কটেশ। যুজবেন্দ্র চহলের প্রথম বলেই সুইপ মারেন তিনি। বল বাউন্ডারির দিকে যাচ্ছিল। পঞ্জাবের জ়েভিয়ার বার্টলেট সেই বল ধরেন। কিন্তু থ্রো করতে যাওয়ার সময় বল হাত থেকে ছিটকে বেরিয়ে বাউন্ডারি পার হয়ে যায়।
সকলে ভেবেছিলেন ফিল্ডিং মিস্ হওয়ার কারণে চার রান পাবেন বেঙ্কটেশ। কিন্তু দেখা যায়, তাঁর নামের পাশে পাঁচ রান যোগ হয়েছে। আসলে শট মারার পরেই দৌড়ে এক রান নেন বেঙ্কটেশ। তার পরে বার্টলেট বল ধরেন। যে হেতু বার্টলেট বল ধরতে ভুল করেননি, তাই সেটা ফিল্ডিং মিস্ হিসাবে ধরা হয়নি।
আরও পড়ুন:
যে হেতু ছোড়ার সময় হাত থেকে বেরিয়ে বল বাউন্ডারি পার হয়ে যায় তাই সেই ঘটনাকে ওভার থ্রো হিসাবে ধরা হয়েছে। যে হেতু তার আগেই বেঙ্কটেশ দৌড়ে এক রান নিয়েছিলেন, তাই চারের সঙ্গে এক যোগ করে পাঁচ রান দেওয়া হয় বেঙ্কটেশকে। যদিও বেঙ্কটেশ বেশি ক্ষণ খেলতে পারেননি। চার বলে সাত রান করে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হয়ে ফেরেন তিনি।
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১২:১১
পহেলগাঁও হত্যাকাণ্ডে নিহতদের শ্রদ্ধার্ঘ্য, বুধবার আইপিএল ম্যাচে তিন সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের -
১১:৩১
ছক্কা মারার চেষ্টাই করেননি বেঙ্কটেশ, কেকেআরের ২৪ কোটির ব্যাটারের দিকেই অভিযোগের আঙুল -
০৯:৩১
৭ ভুল: প্রতি ম্যাচে করছে কেকেআর, খুঁজে দেখল আনন্দবাজার ডট কম -
০০:১৮
কেন লুকিয়ে রাখলেন নিজেকে? ম্যাচ হেরে অজুহাত খুঁজছেন লখনউয়ের অধিনায়ক পন্থ -
২৩:৪৭
অবশেষে গোয়েন্কার সঙ্গে সাক্ষাৎ! ২ সেকেন্ডে রাহুল বুঝিয়ে দিলেন গত বারের সেই অপমানের জ্বালা মেটেনি