মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ের কৃত্রিম মেধা ভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিয়ো ঘিবলিকে ঘিরে দুনিয়া জুড়ে হইচই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে শিল্পপতি, খেলোয়াড় কিংবা জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী – এর সাহায্যে এক লহমায় সকলের স্কেচ এঁকে তা ভাইরাল করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। কিন্তু, এক সঙ্গে লক্ষ লক্ষ গ্রাহক স্টুডিয়ো ঘিবলি নিয়ে ঘাঁটাঘাঁটি করায় এতে এ বার সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান। ফলে আগামী দিনে কৃত্রিম মেধা ভিত্তিক প্রযুক্তিটি পেতে যে মোটা খরচ করতে হবে, সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
অল্টম্যান জানিয়েছেন, স্টুডিয়ো ঘিবলির অত্যাধিক ব্যবহারের ফলে এর গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ গলতে শুরু করেছে। আর তাই এর পরিমিত ব্যবহারের পরামর্শ দিয়েছে নির্মাণকারী মার্কিন সংস্থা ওপেনএআই। বর্তমানে কৃত্রিম মেধার গ্রাহকরা নিখরচায় স্টুডিয়ো ঘিবলি ব্যবহার করতে পারছেন। সেটা যে খুব বেশি দিন চলবে না, ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছেন অল্টম্যান।
আরও পড়ুন:
ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা বলেছেন, ‘‘মূলত, চ্যাটজিপিটি ৪ও প্রিমিয়াম ব্যবহারকারীরা স্টুডিয়ো ঘিবলির স্বাদ নিচ্ছেন। তবে তাঁদের সামনে কৃত্রিম মেধা ভিত্তিক বেশ কিছু বিকল্প ছবি আঁকার প্রযুক্তি রয়েছে। সেগুলি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন তাঁরা। চ্যাটজিপিটিতে স্টুডিয়ো ঘিবলিতে কাজ চালিয়ে যেতে হলে, ভবিষ্যতে পকেট থেকে খরচ করতে হবে। কারণ এটা আর নিখরচায় দেওয়া সম্ভব হচ্ছে না।’’
অল্টম্যানের সংস্থা সূত্রে খবর, মোট পাঁচটি এআই চ্যাটবটে বিনামূল্যে স্টুডিয়ো ঘিবলি ব্যবহার করা যাবে। সেই তালিকায় একেবারে প্রথমেই থাকছে গুগ্ল জেমিনি। মোবাইল ফোন এবং ওয়েব – দু’জায়গাতেই একে নিখরচায় ব্যবহার করতে পারবেন গ্রাহক। এ ছাড়া বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের সংস্থা এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রকেও দিব্যি কাজ করবে স্টুডিয়ো ঘিবলি। তবে সেখানে এর সাহায্যে অফুরন্ত ছবি তৈরি করা যাবে না। তার একটি সীমা নির্দিষ্ট করা রয়েছে।
এর পাশাপাশি লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআইয়ের মতো কৃত্রিম মেধার প্ল্যাটফর্মগুলিতে স্টুডিয়ো ঘিবলি নিখরচায় কাজ করবে বলে জানা গিয়েছে। এই চ্যাটবটগুলিতে ওপেনআইয়ের টুলটির তৈরি ছবি সমান জনপ্রিয় হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।