Advertisement
০৫ জানুয়ারি ২০২৫
OTP TRAI

৩০ নভেম্বরের পর মোবাইলে বন্ধ হবে ওটিপি? ট্রাইয়ের বেঁধে দেওয়া সময়সীমায় ভোগান্তির আশঙ্কা

স্প্যাম কল এবং ভুয়ো এসএমএস ঠেকাতে টেলিকম সংস্থাগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাই। এর ফলে সাময়িক ভাবে ওটিপি পরিষেবা ব্যাহত হবে বলে মনে করা হচ্ছে।

OTA service may stop after 30 November 2024 know the reasons

—প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৪ ১১:৩৮
Share: Save:

টেলিকম পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা ‘ট্রাই’য়ের (টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া) কড়া পদক্ষেপের জের। চলতি বছরের ৩০ নভেম্বরের পর বন্ধ হতে পারে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) পরিষেবা। এতে মোবাইল ফোন ব্যবহারকারীদের দুর্ভোগ যে বাড়বে, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, স্প্যাম কল এবং ভুয়ো এসএমএস বন্ধ করতে সেগুলিকে চিহ্নিতকরণের নয়া নিয়মাবলি চালু করেছে ট্রাই। কিন্তু অভিযোগ, ওই নির্দেশ মেনে ব্যবসা চালাচ্ছে না এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া এবং রিলায়্যান্স জিয়োর মতো টেলি পরিষেবা প্রদানকারী সংস্থা। ওই নিয়মাবলি চালু করার সময়সীমা এ বছরের ১ ডিসেম্বর ধার্য করেছে ট্রাই।

নতুন নিয়মে টেলি অপারেটরদের প্রতারণা বন্ধ করতে ওটিপি-সহ যাবতীয় এসএমএসের উৎস খুঁজে বার করতে হবে। উৎস শনাক্তকরণের পর ক্ষতিকর এসএমএসগুলিকে ব্লক করবেন তাঁরা।

কিন্তু ১ ডিসেম্বরের মধ্যে এই পদ্ধতি টেলি পরিষেবা সংস্থাগুলি আদৌ চালু করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সে ক্ষেত্রে ডেডলাইনের পর যাবতীয় এসএমএস ব্লক করতে পারে ট্রাই। ফলে আর তা পাবেন না গ্রাহক। এতে ব্যাঙ্কিং, ইকমার্স থেকে শুরু করে ইপিএফওর মতো গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে লগ ইন করতে সমস্যার মুখে পড়তে হবে তাঁদের।

ট্রাই অবশ্য পর্যায়ক্রমে নতুন নির্দেশাবলি চালু করার সুযোগ দিয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত টেলি অপারেটরদের দৈনিক সতর্কতা জারি করতে বলা হয়েছে। ১ ডিসেম্বর থেকে অবাঞ্ছিত যাবতীয় মেসেজ ব্লক করবেন তাঁরা।

টেলি পরিষেবা নিয়ন্ত্রক সংস্থার দাবি, নতুন নিয়মে উপভোক্তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে ওই নিয়ম চালু করার ক্ষেত্রে ওটিপি পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্য বিষয়গুলি:

OTP full form OTP verification vodafone Reliance Jio airtel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy