ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে রয়েছেন বহু ক্ষণ! অথচ গন্তব্যে পৌঁছোনোর তাড়াও রয়েছে? চিন্তা নেই। সমাধান নিয়ে এসেছে এক বৈদ্যুতিন গাড়ি প্রস্তুতকারী সংস্থা। ট্র্যাফিকের সমস্যায় পড়লে যেন অন্য গাড়ির উপর দিয়ে উড়ে যাওয়া যায়, তেমন অত্যাধুনিক প্রযুক্তি আবিষ্কার করেছে তারা। সমাজমাধ্যমে তার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যালেফ এয়ারোনটিক্স নামের সংস্থার তরফে এক ধরনের বৈদ্যুতিন গাড়ি তৈরি করা হয়েছে যা উড়তেও পারে। গাড়ির সামনের এবং পিছনের দিকে চারটি করে, মোট আটখানা রোটর (ঘূর্ণায়মান যন্ত্রবিশেষ) লাগানো রয়েছে। গাড়িটি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং সেই গাড়ির উপর দিয়ে উড়ে যাচ্ছে কালো রঙের একটি বৈদ্যুতিন গাড়ি। কিছু দূর উড়ে গিয়ে ফাঁকা রাস্তায় আবার নেমে পড়ল সেই গাড়িটি।
ভিডিয়োটি দেখে ‘হ্যারি পটার’-এর ছবির দৃশ্য মনে পড়ে যাবে ঠিকই, তবে বাস্তবে এই ঘটনা ক্যালিফোর্নিয়ায় ঘটেছে। বৈদ্যুতিন গাড়িটি পরীক্ষামূলক ভাবে (টেস্ট ড্রাইভ) চালানো হয়। সংস্থার সিইও জিম দুখোভনি আশা রাখেন যে, এই গাড়িটি ভবিষ্যতে ট্র্যাফিকে দীর্ঘ ক্ষণ অপেক্ষা করার সমস্যা থেকে রেহাই দিতে পারে। ইতিমধ্যেই তিন হাজার জন গাড়িটি অগ্রিম বুকিং করে ফেলেছেন। জানা গিয়েছে, সেই গাড়িটির মূল্য তিন লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২ কোটি ৬০ লক্ষ ১৬ হাজার ২৮৫ টাকা।