ঘরের মাঠে প্রথম ম্যাচ হারতে হল গত বারের চ্যাম্পিয়নদের। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচ হারলেন অজিঙ্ক রাহানে। ব্যাটিংয়ের শুরুটা ভাল করলেও কোথায় ঘুরে গেল খেলা? হারের পর জানালেন রাহানে।
প্রথম তিন ওভারে মাত্র ৯ রান হলেও তার পরে রান তোলার গতি বাড়ান রাহানে ও সুনীল নারাইন। রাহানে আগ্রাসী ব্যাটিং করছিলেন। একের পর এক বড় শট মারছিলেন। পেসার, স্পিনার সকলের বলে মারছিলেন। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে অর্ধশতরানও করেন তিনি। কিন্তু নারাইন ও রাহানে অল্প ব্যবধানে আউট হন। তার পরেই রান তোলার গতি কমে যায়। রাহানেরও মনে হয়েছে সেখানেই খেলা ঘুরে গিয়েছে।
হারের পর কেকেআরের অধিনায়ক বলেন, “১৩ ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু তার পর দু’তিনটে উইকেট পড়ে গেল। সেখানে খেলা ঘুরে গেল। পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি।” প্রথম ১০ ওভারে ১০৭ রান করেছিল কেকেআর। দেখে মনে হচ্ছিল, ২০০ রানের বেশি হবে। কিন্তু তা হয়নি। রাহানেও সেই কথাই বললেন। তিনি বলেন, “যখন আমি আর বেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না। সেটাই হল।”
আরও পড়ুন:
কেকেআরের যেখানে সমস্যা হয়েছে, সেখানেই বাজিমাত করেছে বেঙ্গালুরু। কোনও সময় রান তোলার গতি কমতে দেয়নি তারা। পরের দিকে শিশির পড়ায় তাদের কাজ আরও কিছুটা সহজ হয়ে যায়। মাঠে কী পরিমাণ শিশির পড়ছিল তা জানিয়েছেন রাহানে। তিনি বলেন, “সামান্য শিশির পড়ছিল। কিন্তু ওরা পাওয়ার প্লে-তে খুব ভাল ব্যাট করেছে। ওরা জানত লক্ষ্য খুব বড় নয়। তাই কাজটা ওদের পক্ষে সহজ হয়েছে।”
মরসুমের শুরুটা খারাপ হলেও এই ম্যাচ নিয়ে বিশেষ কিছু ভাবতে চান না রাহানে। এই ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চান তিনি। রাহানে বলেন, “সবে আইপিএল শুরু হল। প্রথম ম্যাচ হেরেছি। এই হার নিয়ে খুব বেশি ভাবতে চাই না। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। এই হার থেকে দ্রুত শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চাই।”
আইপিএলে কেকেআরের পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। ২৬ মার্চ, বুধবার গুয়াহাটিতে খেলতে নামবে তারা। এখন দেখার, সেই ম্যাচে তারা জয়ে ফিরতে পারে কি না।