গত বছরের আইপিএল শুরুর আগে শেষ মুহূর্তে জেসন রয়ের বদলে নেওয়া হয়েছিল তাঁকে। আস্থার দাম রেখে গোটা মরসুম জুড়ে কেকেআরের হয়ে ভাল খেলেছিলেন। ট্রফি জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন। সেই ফিল সল্টকে এ বছর রাখার প্রয়োজন মনে করেনি কেকেআর। ইডেন গার্ডেন্সে আইপিএলের প্রথম ম্যাচেই সল্ট বুঝিয়ে গেলেন, কত বড় ভুল কেকেআর কর্তারা করেছেন। সল্ট জানিয়ে গেলেন, আইপিএলে কেউ কারও বন্ধু হয় না। তাই কেকেআরেও আর তাঁর কোনও বন্ধু নেই।
সঞ্চালক ইয়ান বিশপ সবার শেষে প্রশ্নটা করেছিলেন তাঁকে। ইডেনের যে মাঠে বেগনি-সোনালি জার্সিতে তাঁর এত স্মৃতি, সেখানে পুরনো দলকে হারিয়ে কেমন লাগছে? একটু কাঁপল সল্টের গলা। তার পরেই বললেন, “গত বছর এই মাঠে সময়টা খুব ভাল কেটেছিল। আমরা ট্রফিও জিতেছিলাম। তবে এখন আর কোনও বন্ধু নেই।”
আরও পড়ুন:
গত বার সুনীল নারাইনের সঙ্গে সল্টের ওপেনিং জুটি জমে গিয়েছিল। এ বার কি তা হলে বিরাট কোহলির সঙ্গে জুটি দেখা যাবে বার বার? সল্টের উত্তর, “ওই জুটিটাই যে আমাদের জেতাল তাতে সন্দেহ নেই। তবে কোহলির সঙ্গে একসঙ্গে খুব বেশি ব্যাটিং করিনি। তাই মাঠে নেমে জুটিটা গড়তে পেরে খুবই ভাল লাগছে। তা ছাড়া ইডেন আমার চেনা মাঠ। প্রতিপক্ষের ক্রিকেটারদেরও আগে থেকেই চিনি।”
টসে জেতা যে পার্থক্য গড়ে দিয়েছে, এটা মেনে নিয়েছেন সল্ট। বলেছেন, “দ্বিতীয় ইনিংসে বল ব্যাটে ভালই এসেছে। আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থেকে মারার বলে মারা। ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট করতে নামার আগে সেটাই আলোচনা করেছিলাম।”
- চলতি বছর আইপিএলের ১৮তম বর্ষ। ২০০৮ সাল থেকে শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। এখন এই প্রতিযোগিতায় খেলে মোট ১০টি দল। তাদের মধ্যেই চলে ভারতসেরা হওয়ার লড়াই।
- গত বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার এই ট্রফি জিতেছে তারা। মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস পাঁচ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস ও লখনউ সুপার জায়ান্টস এখনও পর্যন্ত এক বারও আইপিএল জিততে পারেনি।
-
১৫:০৭
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ জিতিয়ে বিশেষ এক জনের ফোন পেলেন আশুতোষ, কে কথা বললেন? -
১৩:২১
মুম্বইয়ের অনামী স্পিনার পুথুরকে কী পরামর্শ দিয়েছেন ধোনি, জানালেন অটোচালক বাবা -
১২:৪৯
দলে তিন অলরাউন্ডার! কারা জায়গা পেলেন আইপিএলের সর্বকালের সেরা বাঁহাতিদের একাদশে? -
১২:০৪
শুরুতেই গোয়েন্কার দলে দ্বন্দ্ব! অধিনায়ক পন্থের সঙ্গে একমত নন লখনউয়ের সহকারী কোচ -
১০:৫৯
‘ছক্কা মেরেই জেতাব’, আত্মবিশ্বাসী আশুতোষ নিশ্চিত ছিলেন ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়বেন