এক্স হ্যান্ডলে পোস্ট করার দিন শেষ! বাজার কাঁপাতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) সমাজমাধ্যম। ইতিমধ্যেই তার যাবতীয় পরিকল্পনা সেরে ফেলেছে চ্যাটজিপিটির নির্মাণকারী সংস্থা ওপেনএআই। তাঁদের প্ল্যাটফর্মটি এক্স হ্যান্ডলের পাশাপাশি ইনস্টাগ্রামকেও প্রবল প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে করা হচ্ছে। ফলে আগামী দিনে প্রযুক্তির দুনিয়ায় আধিপত্যের জন্য ইলন মাস্ক বনাম স্যাম অল্টম্যানের মধ্যে দ্বৈরথ যে দেখা যাবে, তা বলাই বাহুল্য।
সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সমাজমাধ্যম প্ল্যাটফর্মের একটি প্রোটোটাইপ ইতিমধ্যেই তৈরি করেছে ওপেনএআই। সেখানে এক্স হ্যান্ডল এবং ইনস্টাগ্রামের মতো নেটাগরিকেরা ফিড অফার করতে পারবেন। তৈরি করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক ছবি। সম্পূর্ণ নতুন পণ্য হিসাবে এটিকে বাজারে আনার ইঙ্গিত দিয়েছে স্যাম অল্টম্যানের সংস্থা।
আরও পড়ুন:
ওপেনএআই ইতিমধ্যেই চ্যাটজিপিটি ৪-ও লঞ্চ করেছে। ফলে নতুন সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি স্বতস্ত্র অ্যাপ হবে, না কি চ্যাটজিপিটির মতো বিদ্যমান পণ্যগুলির সঙ্গে একীভূত হয়ে বাজারে আসবে, তা স্পষ্ট নয়।
সূত্রের খবর, বর্তমানে কর্মীদের মধ্যে নতুন সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন স্যাম অল্টম্যান। এ ব্যাপারে তাঁরা কতটা স্বাচ্ছন্দ্য বোধ করছেন, নেওয়া হচ্ছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য। কর্মীদের মতামতের উপর ভিত্তি করে এআই-ভিত্তিক সমাজমাধ্যম প্ল্যাটফর্মটিতে বেশ কিছু পরিবর্তন করতে পারেন ওপেনএআই। তবে এটিকে এক্স হ্যান্ডল, হোয়াট্সঅ্যাপ এবং ইনস্টাগ্রামের থেকে পুরোপুরি আলাদা এবং আরও উন্নত করতে চাইছেন অল্টম্যান।
বিশ্বের অন্যতম ধনকুবের তথা এক্স হ্যান্ডল কর্ণধার ইলন মাস্কের নিজস্ব একটি এআই টুল রয়েছে। তার নাম গ্রক। কিন্তু, বাজারে আসার পর এটিকে কেন্দ্র করে বেশ বিতর্কের মুখে পড়েছে মাস্কের সংস্থা। অন্য দিকে হোয়াট্সঅ্যাপের সংস্থা মার্ক জ়ুকেরবার্গের মেটাও এআই টুল বাজারে এনেছে। এগুলি নিখরচায় ব্যবহার করতে পারেন গ্রাহক। কৃত্রিম মেধা-ভিত্তিক সমাজমাধ্যম বাজারে আনার ক্ষেত্রে এটা অল্টম্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বলছেন আর্থিক বিশ্লেষকেরা।