রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মরসুম ভাল যাচ্ছে না কার্লো আনচেলোত্তির। এখনও পর্যন্ত দলকে কোনও ট্রফি জেতাতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে হাতছাড়া হয়েছে। লা লিগা জয়ের সম্ভাবনাও কম। যদিও সেই আনচেলোত্তির উপরেই ভরসা রয়েছে ব্রাজিলের। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন কোচ নিয়োগ করতে চাইছে ব্রাজিল। আনচেলোত্তিকে দায়িত্ব দিতে চাইছে তারা।
৬৫ বছরের ইটালীয় আনচেলোত্তির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা ব্রাজিলের। ২০০২ সালে শেষ বার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজ়িল। তার পর থেকে খরা চলছে। গত কয়েকটি বিশ্বকাপে পরিস্থিতি আরও খারাপ হয়েছে দলের। এ বার এখনও পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। একের পর এক কোচ বদল হলেও কেউই সেলেকাওদের সাফল্য এনে দিতে পারেননি। তাই পোড়খাওয়া আনচেলোত্তির উপরেই ভরসা করছে ব্রাজিল।
আরও পড়ুন:
চলতি মরসুমে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে আনচেলোত্তির সাফল্য নজরকাড়া। ইউরোপের পাঁচটি দেশের হয়েই লিগ জিতেছেন তিনি। চেলসিকে ইংল্যান্ডের, রিয়াল মাদ্রিদকে স্পেনের, এসি মিলানকে ইটালির, প্যারিস সঁ জরমঁকে ফ্রান্সের ও বায়ার্ন মিউনিখকে জার্মানির লিগে চ্যাম্পিয়ন করেছেন তিনি। রিয়াল মাদ্রিদের হয়ে তিন বার ও এসি মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। ক্লাব ফুটবলে তাঁর এই সাফল্যই হয়তো ব্রাজিলের ফুটবল ফেডারেশনের নজর কেড়েছে।
২০২৬ সালে আমেরিকায় বিশ্বকাপ। এখনও এক বছরের বেশি সময় রয়েছে। কিন্তু গত কয়েক মাসে খুব খারাপ অবস্থা ব্রাজিলের। গত বার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে তারা। কোপা আমেরিকাতেও হারতে হয়েছে। চিরশত্রু আর্জেন্টিনা যেখানে গত কয়েক বছরে ক্রমাগত উন্নতি করেছে সেখানে ব্রাজিলের এই পতনে সমালোচনা শুরু হয়েছে সে দেশেই। সেই কারণেই তড়িঘড়ি নতুন কোচ নিয়োগ করতে চাইছে তারা। এখন দেখার আনচেলোত্তি কবে থেকে ব্রাজিলের দায়িত্ব নেন।