Advertisement
০৬ নভেম্বর ২০২৪

সুভাষ-সুব্রতদের দায়িত্ব নেবে না ফেডারেশন

সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, সুখবিন্দর সিংহের মতো লাইসেন্সহীন কোচেরা আর কোচিং করাতে পারবেন কি না তা নির্ভর করছে এএফসি-র উপর। ফেডারেশন এ নিয়ে সিদ্ধান্ত নেবে না। কোচেরা বা কোনও ক্লাব এ ব্যাপারে আবেদন করলে তা পাঠিয়ে দেওয়া হবে এএফসি-র কোর্টে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৩:২১
Share: Save:

সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, সুখবিন্দর সিংহের মতো লাইসেন্সহীন কোচেরা আর কোচিং করাতে পারবেন কি না তা নির্ভর করছে এএফসি-র উপর। ফেডারেশন এ নিয়ে সিদ্ধান্ত নেবে না। কোচেরা বা কোনও ক্লাব এ ব্যাপারে আবেদন করলে তা পাঠিয়ে দেওয়া হবে এএফসি-র কোর্টে।

সামনের মরসুমে আই লিগের ক্লাবগুলির টিডি এবং কোচেদের ‘এ’ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ক্লাবগুলিকে গত বছরই এ ব্যাপারে জানিয়ে দিয়েছিল ফেডারেশন। কিন্তু সেটা নিয়ে হঠাৎ-ই জল ঘোলা শুরু হয়েছে। যার পিছনে কাজ করছে একটা নিয়ম। তাতে বলা হয়েছে, পাঁচ বছর দেশের সর্বোচ্চ পর্যায়ে কোচিং করালে তাদের বিশেষ অনুমতি দিতে পারে সে দেশের ফেডারেশন। আই লিগের সিইও সুনন্দ ধর দিল্লি থেকে ফোনে বললেন, “যে লাইসেন্সিং নিয়ম আমরা ক্লাবগুলির জন্য বেছেছি সেখানে কোচেদের ‘এ’ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। তবে পাঁচ বছর দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্লাবে কোচিং করানো কেউ ব্যক্তিগত ভাবে বা কোনও ক্লাব এ ব্যাপারে তাদের জন্য আবেদন জানালে আমরা কিন্তু কোনও সিদ্ধান্ত নেব না। পাঠিয়ে দেব এএফসি-তে। তারা যদি ছাড়পত্র দেয় সমস্যা নেই। আমাদের লাইসেন্সিং নিয়মে সেটাই লেখা আছে।”

কিছু দিন আগে মোহনবাগানের এক বড় কর্তা কোচেদের ডিগ্রির বিষয়টি জানতে গিয়েছিলেন দিল্লির ফুটবল হাউসে। তাঁকেও এ কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ফলে জল্পনা শুরু হয়েছে, কার জন্য বাগানের এই খোঁজ? সামনের মরসুমে কি সুভাষ বা সুব্রত কোচিং করাবেন বাগানে? বাগান সহ-সচিব সৃঞ্জয় বসু বললেন, “কোচ বা ফুটবলার নিয়ে সিদ্ধান্ত হয়নি। আগে অবনমন বাঁচুক, তার পর তো সব কিছু। আর এরকম নানা খোঁজ সব সময় নিই।”

কোচিং করানোর জন্য কি আবেদন করবেন ডিগ্রিহীন সুভাষ-সুব্রত? দু’জনের টিমই বর্তমান মরসুমে অবনমনে রয়েছে। ফলে চিন্তিত চার্চিল টিডি সুভাষ গোয়া থেকে ফোনে বললেন, “পরের মরসুম নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না। যখন সময় আসবে বলব। যা করার করব।” দল গোয়া চলে গেলেও ইউনাইটেড টিডি সুব্রত ভট্টাচার্য সঙ্গে যাননি। এক টিভি চ্যানেলের পুরস্কার নিতে এ দিন শহরেই রয়েছেন। বললেন, “কোচিং করাতে চাই। নিশ্চয়ই আবেদন করব। যেখানে করতে বলব সেখানেই করব।”

পেশাদার হওয়ার জন্য আই লিগের ক্লাবগুলির জমা দেওয়া সব কাগজপত্র সঠিক কি না, তা খতিয়ে দেখতে ২৬ মার্চ শহরে আসছে লাইসেন্সিং কমিটি। রোমা খান্না, ইন্দ্রনীল দাসদের সঙ্গে আসতে পারেন জাতীয় কোচ উইম কোভারম্যান্সও। উইমের দেশে ছুটি কাটিয়ে ভারতে ফেরার কথা ২৫ তারিখ। ফেডারেশন কর্তাদের সফর নিয়ে আই লিগের ক্লাবগুলি চিন্তিত। তারা সব রকম প্রস্তুতি নিচ্ছে।

অন্য বিষয়গুলি:

subrata bhattacharya subhas bhowmick
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE