মশাল নিচ্ছেন সচিন। শনিবার গেমসের উদ্বোধনে। ছবি: পিটিআই
জাতীয় গেমসের উদ্বোধনের দিনই মাঠের বাইরে ঝামেলায় পড়ল বাংলার ফুটবল দল। সূচি অনুযায়ী রজত ঘোষ দস্তিদারের টিমের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। মিজোরামের বিরুদ্ধে। হিসাবমতো সে ভাবেই শনিবার সকালে দেড় ঘণ্টার প্রস্তুতি সেরেছিলেন গতবারের চ্যাম্পিয়নরা। কিন্তু বিকেলেই উলটপুরাণ। আর তাতে হতভম্ব বাংলা শিবির। রজতদের জানানো হয়, ফেডারেশনের নির্দেশ মতো সূচি পাল্টানো হয়েছে। ১ ফেব্রুয়ারির বদলে ম্যাচ হবে ২ তারিখ। বাকি দুটো ম্যাচও এক দিন করে পিছিয়ে গিয়েছে।
বাংলার ম্যানেজার পঞ্চানন দত্ত কেরল থেকে ফোনে বলেন, “খুবই অসুবিধা হচ্ছে। আমরা অনেক পরে জানতে পারলাম নতুন সূচি।” সূচি পাল্টানোয় বড় সমস্যা হবে সেমিফাইনাল নিয়ে। অর্থাত্ যদি বাংলা গ্রুপ থেকে শেষ চারে যায় তবে উনিশ ঘণ্টার মধ্যে সেমিফাইনালে খেলতে হবে রজতের দলকে। কেরল থেকে বাংলা কোচ ফোনে বললেন, “খুব খারাপ হল ব্যাপারটা। শুক্রবার সন্ধে সাতটায় পঞ্জাবের বিরুদ্ধে খেলব আমরা। যদি গ্রুপ থেকে উঠি তা হলে পরের দিনই সেমিফাইনাল খেলা। সেটা কী করে সম্ভব?” সঙ্গে তিনি যোগ করেন, “কেরলের সুবিধার জন্য ওদের ম্যাচগুলোর দিন বদলানো হয়েছে। এটা ঠিক নয়।”
ফুটবল দলের সূচি বদলানোর মতোই আরও একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে জিমন্যাস্টিক্সে। বাংলার টিমের সঙ্গে ট্রেনে করে কেরলে পৌঁছে বাংলার দুই জিমন্যাস্ট প্রণতি নায়েক এবং অঙ্কিতা বৈদ্য জানিয়েছেন তাঁরা নামবেন মধ্যপ্রদেশের হয়ে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা অবশ্য প্রতিবাদ পত্র জমা দিয়েছেন।
কেরলে এ দিন উদ্বোধনী অনুষ্ঠান হল সবাইকে চমকে দিয়ে। বাজি পুড়ল প্রায় দেড় কোটি টাকার। সচিন তেন্ডুলকরের সঙ্গে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী উপস্থিত ছিলেন অভিবাদন মঞ্চে। গেমসের মশাল জ্বালান পিটি উষা ও অঞ্জু ববি জর্জ। গেমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সচিন মশাল নিয়ে উষা-দের হাতে তুলে দিলেও কোনও কথা বলেননি। বিওএ সচিব চন্দন রায়চৌধুরী কেরল থেকে ফোনে বললেন, “বাংলার খেলোয়াড়দের পোশাক দারুণ প্রশংসা পেয়েছে। অন্তত তিনবার পাবলিক অ্যাড্রেস সিস্টেমে সে কথা বলাও হয়েছে।” আজ থেকে শুরু হচ্ছে গেমসের খেলা। প্রচণ্ড গরমের জন্য অনেক খেলার সময় পরিবর্তন হচ্ছে। সকালের দিকে বিভিন্ন ইভেন্ট করার চেষ্টা চলছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy