দলের কাঁধে মিসবা উল হক ও ইউনিস খান। ছবি: এএফপি।
পাকিস্তানের দুই ক্রিকেট লিজেন্ডকে টুইটারে বিদায় জানালেন যুবরাজ সিংহ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগেই মিসবা উল হক ও ইউনিস খান জানিয়ে দিয়েছিলেন তাঁদের অবসরের কথা। এই সিরিজের পরেই তাঁরা যে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন সেটা ততদিনে জেনে গিয়েছিল গোটা বিশ্ব। সোমবার পাকিস্তান ক্রিকেটে শেষ হল একটা অধ্যায়ের। জয় দিয়েই শেষ হল তাঁদের ক্রিকেট জীবন।
আরও খবর: অগস্টের আগে ফিরতে পারছেন না লোকেশ রাহুল
ভারতপাকিস্তান দীর্ঘদিন কোনও দীপাক্ষিক সিরিজ খেলেনি। রাজনৈতিক উত্তেজনার আঁচ পড়েছে ক্রিকেটেও। কিন্তু ক্রিকেটারদের একে অপরের প্রতি সম্মানে কোনও ঘাটতি পড়েনি। সেটাই আবার প্রমাণ করলেন যুবরাজ সিংহ। টুইটারে পাকিস্তানের দুই লিজেন্ডকে বিদায় জানালেন। তিনি লেখেন ‘পাকিস্তানের দুই সেরা ক্রিকেটারকে বিদায়। মিসবা ও ইউনিস খানের ক্রিকেটের প্রতি যে অবদান সেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।’
এই মুহূর্তে বেশ সমস্যায় যুবরাজ সিংহ। চোটের জন্য আইপিএলএর বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি যুবরাজ। এলিমিনেশন রাউন্ডে খেলতে পারবেন কী না তা ফিটনেস টেস্টের পরই জানা যাবে। বুধবার বেঙ্গালুরুতে কলকাতার বিরুদ্ধে খেলতে নামবে যুবরাজের দল। তিনি খেলতে পারবেন কী না তা সময়ই বলবে।
Good bye two greats of Pakistan cricket @captainmisbahpk and younis khan your contribution towards the game was inspiring to all of us 👏🏽
— Yuvraj Singh (@YUVSTRONG12) May 15, 2017
ভারতপাকিস্তান দীর্ঘদিন কোনও দীপাক্ষিক সিরিজ খেলেনি। রাজনৈতিক উত্তেজনার আঁচ পড়েছে ক্রিকেটেও। কিন্তু ক্রিকেটারদের একে অপরের প্রতি সম্মানে কোনও ঘাটতি পড়েনি। সেটাই আবার প্রমাণ করলেন যুবরাজ সিংহ। টুইটারে পাকিস্তানের দুই লিজেন্ডকে বিদায় জানালেন। তিনি লেখেন ‘পাকিস্তানের দুই সেরা ক্রিকেটারকে বিদায়। মিসবা ও ইউনিস খানের ক্রিকেটের প্রতি যে অবদান সেটা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy