World Cup 2018: Ten top hattricks of World Cup dgtl
FIFA World Cup 2018
বিশ্বকাপের ইতিহাসে সেরা ১০ হ্যাটট্রিক
চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ড্র এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপের এটা ৫১তম হ্যাটট্রিক। এর আগে আরও ৫০ জন হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপের আসরে। গত বিশ্বকাপেই এসেছিল দু’টি হ্যাটট্রিক। এই বিশাল তালিকা থেকে আমরা বেছে নিলাম সেরা ১০ হ্যাটট্রিককে।
শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ১৫:১১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ড্র এনে দিয়েছেন তিনি। বিশ্বকাপের এটা ৫১তম হ্যাটট্রিক। এর আগে আরও ৫০ জন হ্যাটট্রিক করেছেন বিশ্বকাপের আসরে। গত বিশ্বকাপেই এসেছিল দু’টি হ্যাটট্রিক। এই বিশাল তালিকা থেকে আমরা বেছে নিলাম সেরা ১০ হ্যাটট্রিককে।
০২১৪
এডমন্ড কোনেন: সালটা ১৯৩৪। ইতালি বিশ্বকাপে খেলা চলছে বেলজিয়াম বনাম জার্মানির। দ্বিতীয়ার্ধ ফল ২-২। সেই সময়ে জ্বলে ওঠেন কোনেন। পরবর্তী ২১ মিনিটে হ্যাটট্রিক করে জার্মানিকে ৫-২ গোলে জেতান তিনি।
০৩১৪
আর্নেস্ট উইলিমস্কি: ১৯৩৮-এর ফ্রান্স বিশ্বকাপ। খেলা চলছিল ব্রাজিল এবং পোল্যান্ডের মধ্যে। আসলে খেলা যেন চলছিল ব্রাজিলের ১১ জনের বিরুদ্ধে আর্নেস্ট উইলিমস্কির। একাই ৪ গোল করেন তিনি। ম্যাচটি যদিও ৬-৫ গোলে হেরে যায় পোল্যান্ড।
০৪১৪
থিওডর ওয়্যাগনার: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ১৯৫৪ সাল। অস্ট্রিয়া, সুইজারল্যান্ডের সেই ম্যাচের ভাগ্য যেন পেন্ডুলামের মতো দুলছিল। অস্ট্রিয়ার হয়ে হ্যাটট্রিক করে পিছিয়ে থাকা ম্যাচে দেশকে ৭-৫ গোলে জেতান ওয়্যাগনার।
০৫১৪
জাস্ট ফন্টেন: ১৯৫৮ সুইডেন বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ণয়ের ম্যাচ। খেলা তদানীন্তন পশ্চিম জার্মানি এবং ফ্রান্সের। ৬-৩ গোলে ম্যাচ জেতে ফ্রান্স। একাই ৪ গোল করেন ফন্টেন।
ইউসেবিও: ১৯৬৬-এর ইংল্যান্ড বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে পিছিয়ে পর্তুগাল। এর পরেই জ্বলে ওঠেন ইউসেবিও। হ্যাটট্রিক করে দলকে জেতান ৫-৩ গোলে।
০৮১৪
জিওফ হার্স্ট: ১৯৬৬-এর হাই ভোল্টেজ ফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড, পশ্চিম জার্মানি। এক গোলে পিছিয়ে ইংল্যান্ড। এর পরেই শুরু হার্স্ট ম্যাজিক। তাঁর হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোলে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।
০৯১৪
ইগর বেলানভ: ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের শেষ ষোলোর খেলা। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে খেলা বেলজিয়ামের। ওয়ান ম্যান শোয়ে হ্যাটট্রিক করেন বেলানভ। দু’বার এগিয়ে দিয়েও অবশ্য সোভিয়েত ইউনিয়নকে সে দিন জেতাতে পারেননি তিনি।
১০১৪
ওলেগ সালেঙ্কো: ১৯৯৪ সালের আমেরিকা বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের ম্যাচ। খেলা চলছিল ক্যামরুন বনাম রাশিয়ার। বা বলা ভাল খেলা চলছিল ক্যামেরুন ডিফেন্স বনাম ওলেগ সালেঙ্কোর। একাই পাঁচবার ক্যামেরুনের জালে বল জড়ান তিনি। ৬-১ গোলে ম্যাচ জেতে রাশিয়া।
১১১৪
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক এল সি আর সেভেনের পা থেকে। স্পেনের বিরুদ্ধে একাই খেললেন, গোলও করলেন। ২-৩-এ পিছিয়ে থাকা ম্যাচে ৩-৩ গোলে ড্র করল পর্তুগাল।