Advertisement
০৫ নভেম্বর ২০২৪
India vs Australia

অস্ট্রেলিয়া সিরিজ়ের আগে বাতিল প্রস্তুতি ম্যাচ, অবাক প্রাক্তন কোচ কুম্বলে

২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়। তার আগে ভারত এ দলের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের সিনিয়র দলের। কিন্তু সেই ম্যাচ বাতিল করা হয়েছে। তা মানতে পারছেন না প্রাক্তন কোচ অনিল কুম্বলে।

Anil Kumble

অনিল কুম্বলে। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৭:০৪
Share: Save:

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় হার। তার পরেও প্রস্তুতি ম্যাচ বাতিল করল ভারত! মেনেই নিতে পারছেন না প্রাক্তন কোচ অনিল কুম্বলে। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়। তার আগে ভারত এ দলের বিরুদ্ধে খেলার কথা ছিল ভারতের সিনিয়র দলের। কিন্তু সেই ম্যাচ বাতিল করা হয়েছে।

দেশের হয়ে টেস্টে ৬১৯টি উইকেট আছে কুম্বলের। ভারতের অধিনায়ক এবং কোচ ছিলেন তিনি। কুম্বলে বলেন, “আমি অবাক। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের আগে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচ খেলা সম্পূর্ণ আলাদা। একটা অনুশীলন ম্যাচ খেলা সবচেয়ে ভাল সিদ্ধান্ত ছিল। নেটে অনুশীলন করা আর মাঠে নেমে বোলারদের সামলানো এক নয়।”

১৫-১৭ নভেম্বর রুদ্ধদ্বারে ওই প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে দল পরিচালন সমিতি এখন পরিকল্পনা বদল করেছে বলে শোনা যাচ্ছে। তারা ওই তিন দিন একাধিক নেট সেশন করতে চাইছে। পাশাপাশি মাঠের মাঝের পিচে ম্যাচের নির্দিষ্ট পরিস্থিতি তৈরি করে সেই অনুযায়ী অনুশীলন করতে চাইছে।

লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলকে ভারত এ দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সূত্রের খবর, তাঁরা অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাঁদের। মূল দলের সঙ্গে যোগ দেওয়ার আগে রাহুলদের প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ থাকছে। কিন্তু তাঁরা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে ছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থাকবেন তো?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত খেলবে পাঁচটি টেস্ট। প্রথমটি পার্‌থে। শুরু ২২ নভেম্বর থেকে। পরের টেস্টগুলি যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে।

অন্য বিষয়গুলি:

India vs Australia Anil Kumble test cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE