Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Sport News

হোন্ডার হুঙ্কার, সেনেগালকেও আমরা হারাব

নিজেদের গ্রুপে এই দু’দেশেরই পয়েন্ট এখন সমান সমান। দু’দেশেই তাদের প্রথম ম্যাচ জিতেছে। সেনেগাল হারিয়েছে পোলান্ডকে। জাপান জিতেছে দশ জনের কলম্বিয়ার বিরুদ্ধে।

মহড়া: জাপানের অনুশীলনে কেইশুকে হোন্ডা। ছবি: এএফপি

মহড়া: জাপানের অনুশীলনে কেইশুকে হোন্ডা। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ জুন ২০১৮ ০৬:১৪
Share: Save:

কার্যত হুঙ্কার দিয়ে জাপানের মিডফিল্ডার কেইশুকে হোন্ডা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সেনেগালের ডিফেন্সকে। তাঁর দাবি ‘সামুরাই ব্লু’ ইচ্ছে করলেই আফ্রিকার দেশকে বোকা বানিয়ে গোল করে দিতে পারে। রবিবার গ্রুপ ‘এইচ’-এ জাপান বনাম সেনেগাল ম্যাচের আগে তাই হোন্দার কথাই লোকের মুখে মুখে।

নিজেদের গ্রুপে এই দু’দেশেরই পয়েন্ট এখন সমান সমান। দু’দেশেই তাদের প্রথম ম্যাচ জিতেছে। সেনেগাল হারিয়েছে পোলান্ডকে। জাপান জিতেছে দশ জনের কলম্বিয়ার বিরুদ্ধে। কাজানে শুক্রবার নিজের দেশের সাংবাদিকদের হোন্ডা বলেন, ‘‘ভাল করেই জানি ওদের শক্তি কোথায়। জানি ওদের দুর্বল দিক গুলোও। দেখবেন, সেটাই কত সুন্দর কাজে লাগাব আমরা।’’

হোন্ডা এমনকি নিজেদের রণনীতিরও খানিক আঁচ দিয়েছেন, ‘‘আমার মনে হয় একটু বুদ্ধি খাটিয়ে খেলতে পারলে আমরা ওদের সহজেই বোকা বানিয়ে দেব। সেই সঙ্গে আমরা জোর দিচ্ছি সেটপিসেও। লক্ষ্য থাকবে ওদের গোলকিপার। মনে হয় সেট পিসে এই ম্যাচটার মীমাংসা হয়ে যেতে পারে।’’

জাপান বনাম সেনেগাল

টিভিতে রাত ৮-৩০ থেকে

হোন্ডা খেলেন মেক্সিকোর ক্লাবে। বরাবরই তাঁর সুনাম আফ্রিকার দেশের বিরুদ্ধে গোল করার। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তিনি ক্যামেরুনের বিরুদ্ধে গোল করেছিলেন। আর চার বছর আগে ব্রাজিলের বিশ্বকাপে আইভরি কোস্টের বিরুদ্ধে। এক সময় তিনি এসি মিলানেও খেলেছেন। এখন বয়স ৩২ বছর। কলম্বিয়া ম্যাচে তাঁকে অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে নামানো হয়। এবং জাপান গোল পায় তাঁর বাড়ানো পাস থেকেই। অবশ্য তাঁরই ভুলে কলম্বিয়া প্রায় গোল শোধ করে দিচ্ছিল। যা নিয়ে হোন্ডা বলেছেন, ‘‘স্বীকার করছি আমি একটা ভুল করেছিলাম। কিন্তু গোল তো আমরা খাইনি।’’ জীবনের শেষ বিশ্বকাপ খেলতে আসা হোন্ডার আরও কথা, ‘‘আমাদের সামনে তাকাতে হবে। ভয় পেলে চলবে না। এটাই সতীর্থদের বুঝিয়েছি। হ্যাঁ এটাই আমার শেষ বিশ্বকাপ। তাই এখানে ছাপ রেখে যেতে চাই।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE