Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কাঁধে মারাত্মক চোট, বিশ্বকাপে অনিশ্চিত সালাহ

মিশরের আশা দু’সপ্তাহ বিশ্রামে সালাহ সুস্থ হয়ে যাবেন। রাশিয়ায় মিশরের প্রথম খেলা ১৫ জুন উরুগুয়ের সঙ্গে। হাতে  মাত্র ১৯ দিন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৪:৩৪
Share: Save:

রাশিয়া বিশ্বকাপে নাও দেখা যেতে পারে মহম্মদ সালাহকে। শনিবার কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সের্খিয়ো র‌্যামোসের সঙ্গে সংঘর্ষে ‘মিশরের মেসি’ কাঁধে মারাত্মক চোট পেলেন। সালাহর দেশের ফুটবল সংস্থার দাবি, চোট কাঁধের লিগামেন্টে। ফাইনাল শেষে সাংবাদিক সম্মলনে এসে লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বললেন, ‘‘চোট খুবই মারাত্মক। ওর কাঁধের হাড়ও সরে যেতে পারে।’’ এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে, সৌদি আরবের ক্রীড়া প্রশাসক তার্কি আলি শেখ বলে দিলেন, ‘‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের আরব দুনিয়ার মহান ফুটবলার মহম্মদ সালাহ আগামী দু’মাস মাঠে নামতে পারবে না। যার মানে বিশ্বকাপে খেলতে পারবে না।’’

মিশরের আশা দু’সপ্তাহ বিশ্রামে সালাহ সুস্থ হয়ে যাবেন। রাশিয়ায় মিশরের প্রথম খেলা ১৫ জুন উরুগুয়ের সঙ্গে। হাতে মাত্র ১৯ দিন। হঠাৎই এমন ঘোর অনিশ্চয়তায় পড়ে মিশরের মানুষ ক্রুদ্ধ। সব রাগ পড়েছে র‌্যামোসের উপর। অনেকে তাঁকে ‘কসাই’ বলেও আক্রমণ করেছেন। রিয়াল অধিনায়ক নিজের টুইটারে, সালাহর আরোগ্য কামনা করে দুঃখপ্রকাশ করেছেন। সালাহও টুইট করেছেন, ‘‘আমি লড়তে ভালবাসি। আশা করছি, রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারব।’’ এ দিকে, ফাইনালে পায়ের লিগামেন্টে চোট পেলেন রিয়ালের ডিফেন্ডার দানি কার্ভাহালও। স্পেন বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও তৈরি হল সংশয়।

অন্য বিষয়গুলি:

Mohamed Salah FIFA World Cup 2018 Football Injury
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE