ড্রপ শটে নাস্তানাবুদ হলেন চিনা প্রতিদ্বন্দী।
স্বপ্নপূরণ আর সিন্ধুর মাঝে দূরত্ব এখন একটা জয়। শনিবার রাতে চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছেন পুসারেল্লা ভেঙ্কট সিন্ধু। আর একটা ম্যাচ জিততে পারলেই প্রথম ভারতীয় শাটলার হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জেতার অনন্য নজির গড়বেন বছর বাইশের এই হায়দরাবাদী।
আরও পড়ুন:
সাইনার স্বপ্নভঙ্গ করে দিল ক্লান্তিই
গ্লাসগোয় শেষ চারের ম্যাচে বিশ্বের ১০ নম্বর চিনের চেন উফেই-কে ২১-১৩ ২১-১০ –এ কার্যত উড়িয়ে দেন সিন্ধু। একই সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের জন্য একটি রূপোও নিশ্চিত করে ফেলেন তিনি। এই নিয়ে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে তৃতীয় পদক জিততে চলেছেন সিন্ধু। এর আগে ২০১৩ এবং ২০১৪ সালে তিনি দু’বারই ব্রোঞ্জ জেতেন। এ বারে সেই পদকের রং বদলানোর শপথ নিয়ে টুর্নামেন্টে নেমেছিলেন সিন্ধু। সেই শপথ পূর্ণ হলেও সমর্থকদের আশা আর একটা জয়। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা জেতার রেকর্ড ভারতের কারও নেই। গত বার জাকার্তায় প্রথম ভারতীয় হিসাবে এই টুর্নামেন্টের ফাইনালে ওঠেন সাইনা নেহওয়াল। কিন্তু ফাইনালে হেরে যান।
ফাইনালে সিন্ধুর প্রতিদ্বন্দ্বী রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী জাপানের নজোমি ওকুহারা। যিনি অন্য সেমিফাইনালে তিন সেটের লড়াইয়ে সাইনাকে হারিয়ে অল ইন্ডিয়া ফাইনালের আশায় জল ঢেলে দিয়েছেন। সাইনা হেরে যাওয়ায় এখন সবার চোখ থাকবে সিন্ধুর দিকেই।
ছবি: এএফপি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy