খেতাব হাতে বার্টি। ছবি রয়টার্স
ইতিহাস তৈরি করলেন অ্যাশলে বার্টি। ৪১ বছর পর প্রথম অস্ট্রেলীয় মহিলা হিসেবে উইম্বলডন জিতলেন তিনি।
শনিবার ফাইনালে বার্টি হারিয়ে দিলেন ক্যারোলিনা প্লিসকোভাকে। ফল বার্টির পক্ষে ৬-৩, ৬-৭ (৪-৭), ৬-৩। এটাই বার্টির জীবনের প্রথম উইম্বলডন খেতাব।
শেষ বার অস্ট্রেলীয় হিসেবে উইম্বলডন জিতেছিলেন এভোনে গুলাগং, যাঁকে বার্টি নিজের আদর্শ বলে মানেন। শুধু তাই নয়, ১৯৭১ সালের সেই ফাইনালে গুলাগং যে পোশাক পরে নেমেছিলেন, সেই ধাঁচে নিজের ফাইনালের পোশাক তৈরি করেছিলেন বার্টি।
Destiny fulfilled @AshBarty is our new Ladies' Singles Champion 🏆#Wimbledon pic.twitter.com/Yeh7wldDuv
— Wimbledon (@Wimbledon) July 10, 2021
@ashbarty 🤝 Evonne Goolagong Cawley
— Wimbledon (@Wimbledon) July 10, 2021
Whether it's 2021 or 1971, you always remember your first...#Wimbledon pic.twitter.com/djzUM8Buft
"I hope I made Evonne proud"
— Wimbledon (@Wimbledon) July 10, 2021
We all know the answer to that question, @ashbarty #Wimbledon pic.twitter.com/mt7BoQ6Kd8
শুরুতেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন বার্টি। একসময় ৫-০ গেমে এগিয়ে যান। এরপর ক্যারোলিনা ম্যাচে ফেরার চেষ্টা করলেও প্রথম সেট বাঁচাতে পারেননি।
দ্বিতীয় সেটে কেউ কারওকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি ছিলেন না। কঠিন লড়াই হয়। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে জিতে খেলার সমতা ফেরান ক্যারোলিনা। কিন্তু তৃতীয় সেটে তিনি ফের পিছিয়ে পড়েন। শেষমেশ হেরেই যান।
অনেকদিন পর তিন সেটে গড়াল মহিলাদের উইম্বলডন ফাইনাল। শেষ বার ২০১২ সালে সেরিনা উইলিয়ামস এবং অ্যাগনিয়েস্কা রাডওয়ানস্কার ম্যাচ তিন সেটে মীমাংসা হয়েছিল।
ম্যাচের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন বার্টি। পুরস্কার নিতে এসে বলেন, “আশা করি আমি এভোনেকে গর্বিত করতে পেরেছি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy