Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Tweeter

মাসে ৬৫৭ টাকা দেননি সচিন, ধোনি, কোহলিরা! কোন ক্রীড়াবিদরা হারালেন টুইটারের বিশেষ তকমা?

শুধু ভারতীয় ক্রীড়াবিদরাই নন, বিশ্বের প্রথম সারির অনেক খেলোয়াড়ই হারিয়েছেন টুইটারের ব্লু টিক। তালিকায় রয়েছেন নাদাল, ফেডেরার, মেসি, রোনাল্ডোও।

picture of Elon Musk

ইলন মাস্কের সংস্থাকে টাকা দিলেন না অধিকাংশ ক্রীড়াবিদই। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৩ ১২:১১
Share: Save:

মাসে ৮ ডলার। ভারতীয় মুদ্রায় ৬৫৭ টাকা। এই ক’টা টাকা দেননি সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেটের তারকারা তাই হারালেন টুইটারের বিশেষ তকমা। বিশেষ তকমা হারিয়েছেন নীরজ চোপড়া, সানিয়া মির্জা, সাইনা নেহওয়ালরাও।

টুইটার অ্যাকাউন্টটি কি সত্যিই সচিনের? কোহলির নিজের টুইটার অ্যাকাউন্ট কোনটি। ক্রিকেটপ্রেমীদের খুঁজে পাওয়া কঠিন হল। টুইটারের নতুন নিয়ম, অ্যাকাউন্টে ‘ব্লু টিক’ চিহ্ন রাখতে হলে প্রতি মাসে দিতে হবে ৮ ডলার বা ৬৫৭ টাকা। না হলে সেই অ্যাকাউন্ট আর ভেরিফায়েড থাকবে না। সেই মতোই যাঁরা টাকা দেননি, তাঁদের অ্যাকাউন্ট থেকে ‘ব্লু টিক’ সরিয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার।

যে টুইটার ব্যবহারকারীরা টাকা দিয়ে ‘ব্লু টিক’ পরিষেবা নেবেন, এখন থেকে শুধু তাঁদের নামের পাশেই এই বিশেষ চিহ্ন বসবে। এত দিন টুইটারে প্রায় তিন লক্ষ ব্যবহারকারীর নামের পাশে ব্লু টিক বসত। যাঁর মধ্যে ছিলেন অভিনেতা-অভিনেত্রী, ক্রীড়াবিদ, রাজনীতিবিদ থেকে সাংবাদিক। অর্ধেকেরও বেশি মানুষের নামের পাশ থেকে নীল চিহ্ন সরানো হয়েছে। ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর নতুন এই নিয়ম চালু হয়েছে।

শুধু ভারতীয় ক্রীড়াবিদরাই নন, টুইটারের বিশেষ তকমা হারিয়েছেন লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, টাইগার উডস, রজার ফেডেরার, রাফায়েল নাদাল। নোভাক জোকোভিচের টুইটার অ্যাকাউন্টে পাশে অবশ্য আগের মতোই ব্লু টিক রয়েছে।

অন্য বিষয়গুলি:

Tweeter Blue Tick Sachin Tendulkar MS Dhoni Virat Kohli Sourav Ganguly Rafael Nadal Roger Federer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy