Advertisement
০৪ নভেম্বর ২০২৪

সাকিবকে না খেলানোর খেসারত কি দিতে হল কলকাতাকে?

সাকিবের মতো একজন অল-রাউন্ডারকে বাইরে বসিয়ে রাখাটা কি কাল হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের? দিল্লির বিরুদ্ধে হাসতে হাসতে জয় এসেছিল ঘরের মাঠে আইপিএল-এর প্রথম ম্যাচে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ১৮:৩৫
Share: Save:

সাকিবের মতো একজন অল-রাউন্ডারকে বাইরে বসিয়ে রাখাটা কি কাল হল কলকাতা নাইট রাইডার্সের? দিল্লির বিরুদ্ধে হাসতে হাসতে জয় এসেছিল ঘরের মাঠে আইপিএল-এর প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবরে পরতে হয়েছে দলকে। প্রথম ম্যাচে বোলাররা দারুণ খেললেও দ্বিতীয় ম্যাচে সেই ভাবে কাজে লাগেনি তাঁরা। ইডেনের এই পিচে সাকিবের মতো একজন স্পিনার কতটা কাজে লাগত সেটা হয়তো সময়ই বলবে। কিন্তু পরীক্ষা-নিরিক্ষার মধ্যেই গেলেন না অধিনায়ক গৌতম গম্ভীর। বরং পর পর দুটো ম্যাচে দলের বাইরেই থাকতে হল বিশ্বের সেরা অল রাউন্ডারকে। তিনি সাকিব আল হাসান।

কিছুদিন আগেই বাংলাদেশের হয়ে এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে দারুণ খেলেছেন তিনি। টি২০ বিশ্বকাপে ভারতের মাটিতে তাঁর ব্যাট থেকে রান ও বল হাতে উইকেট প্রমাণ করেছে ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। সেই সাকিবকে বসে থাকতে হল দু’ম্যাচ। সুনীল নারিন না থাকায় ভাব হয়েছিল সেই জায়গা নেবেন সাকিবই। কিন্তু তেমনটা হল না। শেষে দেখা গেল নারিনও খেললেন না খেলানো হল না সাকিবকেও। যার ফলে স্পিন আক্রমণে কিছুটা পিছিয়েই থাকল কেকেআর-এর বোলিং। তৃতীয় ম্যাচে আশা করা যায় প্রথম একাদশে দেখা যাবে দু’জনের কোনও একজনকে।

আরও খবর

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে হারের যাবতীয় দায় আমার: মাহমুদুল্লাহ

অন্য বিষয়গুলি:

Shakib
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE