Advertisement
০৪ নভেম্বর ২০২৪

আইপিএলকে হিংসা কেন, হেরে পাল্টা সওয়াল ধোনির

নামতে নামতে শেষমেশ ব্যাপারটা তিরিশ ওভারের মধ্যে এসে পৌঁছল! হ্যাঁ, বিলেতের মাঠে চলতি টেস্ট সিরিজে ভারতের এক-একটা ইনিংসের স্থায়িত্বের ব্যাপারটা আর কী! ওভালে সিরিজের শেষ ইনিংসে ভারত তিরিশ ওভারের মধ্যে একশোর কমে অল আউট হওয়ার ধাক্কায় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডে বিদেশের মাঠে নিকৃষ্টতম হারের নজির যুক্ত হওয়ার পর ভারতের অধিনায়ক অবশ্য জানাচ্ছেন, ভারতীয় ক্রিকেট দলকে তিনি যথেষ্টই দিয়েছেন।

কুকের হাতে পটৌডি-ট্রফি তুলে দিচ্ছেন শর্মিলা ঠাকুর। ছবি: রয়টার্স

কুকের হাতে পটৌডি-ট্রফি তুলে দিচ্ছেন শর্মিলা ঠাকুর। ছবি: রয়টার্স

চেতন নারুলা
লন্ডন শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৪ ০৩:১৯
Share: Save:

নামতে নামতে শেষমেশ ব্যাপারটা তিরিশ ওভারের মধ্যে এসে পৌঁছল! হ্যাঁ, বিলেতের মাঠে চলতি টেস্ট সিরিজে ভারতের এক-একটা ইনিংসের স্থায়িত্বের ব্যাপারটা আর কী! ওভালে সিরিজের শেষ ইনিংসে ভারত তিরিশ ওভারের মধ্যে একশোর কমে অল আউট হওয়ার ধাক্কায় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডে বিদেশের মাঠে নিকৃষ্টতম হারের নজির যুক্ত হওয়ার পর ভারতের অধিনায়ক অবশ্য জানাচ্ছেন, ভারতীয় ক্রিকেট দলকে তিনি যথেষ্টই দিয়েছেন। ২০১১-এ ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় টেস্টে ০-৮ হার, এ বার দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড পরপর তিনটে বিদেশ সফরে টেস্ট সিরিজে আপনার নেতৃত্বে ভারতের হারের পর আপনি কি মনে করেন, জাতীয় ক্রিকেট দলকে যথেষ্ট দিয়েছেন? আজ সিরিজ-উত্তর সাংবাদিক সম্মেলনে এই প্রতিবেদকের প্রশ্নে ধোনির সংক্ষিপ্ত জবাব, “খুব সম্ভবত দিয়েছি।”

তার পরে অবশ্য ‘ক্যাপ্টেন কুল’ এমন একটা মন্তব্য করলেন যার জন্য হয়তো প্রস্তুত ছিল না দেশি-বিদেশি মিডিয়ার কেউই! বিদেশের মাঠে অতীতে টেস্ট সিরিজ হারের পরে এমন মন্তব্যও সচরাচর শোনা যায়নি অধিনায়ক ধোনির মুখে। “এর পর আমি ক্যাপ্টেন্সি ছেড়ে দেব কি না সেটা জানার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। দেখা যাক, কী করি!” একঝাঁক সাংবাদিককে আজ বলে দিলেন ধোনি।

এটাই এখন ভারতীয় ক্রিকেটের নতুন পতাকা। টুইটারে মাইকেল ভন

আসলে ২০১২-১৩ ঘরোয়া মরসুম থেকেই ধোনি বলে আসছেন, যে কোনও একটা ফর্ম্যাটের ক্রিকেটে তিনি ভারতীয় দলের নেতৃত্ব ছেড়ে দেবেন। ইংল্যান্ড সফরে উপর্যুপরি দু’বার টেস্ট সিরিজে লজ্জার হারের পর পুরনো প্রশ্নটা তাই এই মুহূর্তে আরও মাথা চাড়া হয়ে উঠল। এবং সেই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আজ ধোনি যেন একটা স্পষ্ট ইঙ্গিত দিয়ে গেলেন! এখন প্রশ্ন, ধোনি কি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের আগেই নেতৃত্ব ছেড়ে দেবেন? না কি দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছবেন? না, শেষমেশ কিছুই ঘটবে না! কারণ, ২০১১-এ বিদেশে টেস্টে ০-৮ হারের পরেও তো ধোনি নেতা আসনে টিকে গিয়েছেন!

এ দিন আবার ধোনির আরও একটা উত্তরকে নিয়ে বিতর্কের সৃষ্টি হল। ভারত অধিনায়ককে প্রশ্ন করা হয়, এ বার কি আইপিএলকে সময় কম দিয়ে কাউন্টি খেলার দিকে মন দেবেন ভারতীয় তরুণ ব্যাটসম্যানরা? ধোনির উত্তর, “এটা বোর্ডের কাছে জানতে চান। আর আইপিএলকে হিংসা করার কী আছে?”

অন্য বিষয়গুলি:

chetan narula ipl england india test MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE