সাফল্য: দুই জেলার সফল প্রতিযোগীরা। —নিজস্ব চিত্র।
চতুর্থ জাতীয় যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে প্রথম হল পশ্চিমবঙ্গ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ৪২ জন ছেলেমেয়ে এই প্রতিযোগিতায় সফল হয়েছে। অল ইন্ডিয়া যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইন্টারন্যাশনাল যোগ স্পোর্টস (সুইৎজারল্যান্ড)-এর তত্ত্বাবধানে ছত্তীসগঢ় যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং রবিশঙ্কর শুক্ল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৮ থেকে ১০ সেপ্টেম্বর প্রতিযোগিতা হয় বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে।
এই প্রতিযোগিতায় ১৯টি রাজ্য থেকে ৪২৯ জন যোগ দেয় ব্যক্তিগত ও দলগত বিভাগে। পশ্চিমবঙ্গ থেকে যোগ দেয় ৬৭ জন। বয়সের ভিত্তিতে ছেলে ও মেয়েদের চারটি গ্রুপ (অনূর্ধ্ব-১২, ১৪, ১৮ ও ১৮-র বেশি) হয়।
প্রতিযোগিতায় পাঁচটি করে আসন করতে হয়েছে প্রতিযোগীদের। মেয়েদের ব্যক্তিগত বিভাগে অনূর্ধ্ব-১২’য় সোনা পেয়েছে কাঁথির সুহেনা পুরকাইত। ব্রোঞ্জ পেয়েছে কেশিয়াড়ির জয়শ্রী রায় বসুনিয়া। অনূর্ধ্ব-১৪’য় সোনা জিতেছে বেলদার মিতুপ্রিয়া মহান্তি। অনূর্ধ্ব-১৮’য় সোনা জেতে বেলদার প্রিয়া জানা। ছেলেদের ব্যক্তিগত বিভাগে অনূর্ধ্ব-১৪’য় সোনা জেতে কাঁথির সংকল্প মাইতি। ১৮ বছরের বেশি বয়সী প্রতিযোগীদের বিভাগে সোনা জিতেছেন মেদিনীপুরের অয়ন দাস।
দলগত বিভাগেও সফল হয়েছে দুই জেলার মেদিনীপুরের প্রতিযোগীরা। প্রত্যেক দলে ছিলেন পাঁচ জন প্রতিযোগী। মেয়েদের দলগত বিভাগে কাঁথির দীপিকা অগ্রবালের নেতৃত্বে অনূর্ধ্ব-১২ বিভাগে সোনা পায় মেয়েরা। বেলদার শুভেচ্ছা ধাওয়ার নেতৃত্বে সোনা জেতে অনূর্ধ্ব-১৪ বিভাগের দল। অনূর্ধ্ব-১৮ বিভাগে সোনা পায় মেচেদার পারভিন নার্গিসের নেতৃত্বধীন দল। মহিষাদলের রৌপালি মাইতির নেতৃত্বে ১৮ বছরের বেশি বয়সীদের বিভাগে সোনা জেতেন মেয়েরা। জেলার ফল ভাল হয়েছে ছেলেদের দলগত বিভাগেও। কাঁথির সৌতিক মাইতির নেতৃত্বে অনূর্ধ্ব-১২’য় সোনা পায় দল। অনূর্ধ্ব-১৪’য় সোনা পায় মেচেদার বিনয় মাইতির নেতৃত্বাধীন ছেলেরা। কেশিয়াড়ির মনীষ সাউয়ের নেতৃত্বে সোনা জেতে অনূর্ধ্ব-১৮’র দল। দাঁতনের স্বয়ম্ভু চন্দনার নেতৃত্বে সোনা জেতে ১৮ বছরের বেশি বয়সীদের দলটি।
যোগ স্পোর্টস অ্যাসোসিয়েশন (পশ্চিমবঙ্গ)-এর রাজ্য সম্পাদক শরৎকুমার দাশ বলেন, “প্রতিযোগীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ১৯টি রাজ্যের মধ্যে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় হয়েছে মধ্যপ্রদেশ, তৃতীয় ছত্তীসগঢ়।”
‘ইন্টারন্যাশনাল যোগ স্পোর্টস ফেডারেশন’-এর আয়োজনে আন্তর্জাতিক যোগ স্পোর্টস চ্যাম্পিয়ানশিপ হবে আগামী বছরের অক্টোবরে, গুরুগ্রামে। সেখানে যোগ দেওয়ার জন্য জাতীয় প্রতিযোগিতায় সফলদের নিয়ে নির্বাচনী ট্রায়াল হবে ২০১৮ সালের মার্চে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy