হ্যাটট্রিক ম্যান ওয়েডসন। -ফাইল চিত্র।
মিনার্ভা পঞ্জাব ০
ইস্টবেঙ্গল ৫ (আনসেলেম-৩, প্লাজা, রবিন)
আই লিগের সব থেকে খারাপ মাঠ। মিনার্ভা পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামার আগে এই মাঠে খেলা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান। এমন মাঠে চোট, আঘাতের সম্ভাবনা প্রবল। সঙ্গে ভাল ফুটবল খেলাটাও কঠিন। কিন্তু ঘরের মাঠে পঞ্জাব দলের অসহায় আত্মসমর্পনই দেখা গেল। প্রথমার্ধের দু’গোলের পর দ্বিতীয়ার্ধ আরও তিন গোল তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। নিজের নামের পাশে হ্যাটট্রিকও লিখে নিলেন ওয়েডসন আনসেলেম।
শুরুটা করেছিল ইস্টবেঙ্গলই। প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়ে নিয়েছিলেন মেহতাবরা। যার ফলে ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন ওয়েডসন। দারুণ জায়গায় ফ্রিকিক তুলে নিয়েছিলেন রবিন সিংহ। রালতে ছোট্ট চিপে ওয়েডসনের নিখুঁত ফিনিশ। গোলের নিচে দাঁড়িয়ে থাকা অর্ণব দাসশর্মার কিছুই করার ছিল না। এর পর কিছুটা বিরতি। যেন খারাপ মাঠে প্রতিপক্ষকে মেপে নেওয়ার একটা চেষ্টা। কিন্তু বেশ দূর্বল পঞ্জাব দলকে বেশিক্ষণ মাপতে হয়নি। ৪০ মিনিটে যে কারণে সহজেই ব্যবধান বাড়িয়ে নেন উইলিস প্লাজা। রবিন সিংহর থেকে পাওয়া পাস ধরে রাহুল ভেকের মাপা ক্রস থেকে গোল না করাটাই অপরাধ ছিল। যে দোষে দুষ্ট হননি প্লাজা। গোল করে প্রথমার্ধ শেষ করেছেন তিনি।
দু’গোলে এগিয়ে থেকে ইস্টবেঙ্গল দ্বিতীয়ার্ধ শুরু করেছিল আরও আত্মবিশ্বাসের সঙ্গেই। ততক্ষণে পঞ্জাব টিম দলের দুই সেরা ভারতীয় অস্ত্র জুয়েলরাজা ও মননদীপ সিংহকে তুলে পরিবর্ত হিসেবে নামিয়ে দিয়েছেন ফানাই ও ডেভিডকে। তার পরই ৬৩ মিনিটে গোলকিপারকে উল্টোদিকে ফেলে পেনাল্টি থেকে গোল করে যান সেই ওয়েডসনই। ঠিক দু’মিনিটের মধ্যে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান রবিন সিংহ। রবিনের গোলের উৎসব শেষ হওয়ার আগেই ৫-০ করে নিজের হ্যাটট্রিকটি সেরে ফেললেন ওয়েডসন। সেখানেই শেষ হয়ে গেল এদিনের খেলা। এখান থেকে ম্যাচে ফেরা সম্ভব তো ছিল না বরং ঘরের মাঠে হারিয়েই গেল আই লিগের নবাগত টিম। অ্যাওয়ে ম্যাচ থেকে তিন পয়েন্ট নিয়েই ফিরছে ইস্টবেঙ্গল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy