Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বিরাটই হারাল, মত কামিন্সের

অস্ট্রেলীয় পেসার বলেছেন, ‘‘আমরা দারুণ ভাবে ম্যাচটা শুরু করেছিলাম। কিন্তু কোহালির সেঞ্চুরি আসল পার্থক্যটা গড়ে দিল।’’ সেখানে না থেমে তিনি আরও বলেছেন, ‘‘আমাদের ইনিংসেও ভাল পার্টনারশিপ তৈরি হয়েছিল। মার্কাস স্টোয়নিস ভাল খেলেছিল। কিন্তু একটা ক্রিকেটারই ম্যাচটা রাতারাতি পাল্টে দিল। তার নাম কোহালি।’’

জামতায় বিরাট কোহালির সেঞ্চুরিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, মেনে নিলেন প্যাট কামিন্স।—ছবি এএফপি।

জামতায় বিরাট কোহালির সেঞ্চুরিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, মেনে নিলেন প্যাট কামিন্স।—ছবি এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৯ ০৫:১৬
Share: Save:

জামতায় বিরাট কোহালির সেঞ্চুরিই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, মেনে নিলেন প্যাট কামিন্স।

অস্ট্রেলীয় পেসার বলেছেন, ‘‘আমরা দারুণ ভাবে ম্যাচটা শুরু করেছিলাম। কিন্তু কোহালির সেঞ্চুরি আসল পার্থক্যটা গড়ে দিল।’’ সেখানে না থেমে তিনি আরও বলেছেন, ‘‘আমাদের ইনিংসেও ভাল পার্টনারশিপ তৈরি হয়েছিল। মার্কাস স্টোয়নিস ভাল খেলেছিল। কিন্তু একটা ক্রিকেটারই ম্যাচটা রাতারাতি পাল্টে দিল। তার নাম কোহালি।’’

মঙ্গলবার ওয়ান ডে’তে পাঁচশোতম জয়ের সঙ্গে কোহালির ৪০ নম্বর সেঞ্চুরিই ভারতকে সিরিজে এগিয়ে দিয়েছে ২-০ ফলে। শুক্রবার রাঁচীতে ভারতের সামনে ওয়ান ডে সিরিজ জয়ের হাতছানি। কামিন্স বলেছেন, ‘‘ভারতীয় দলের সব চেয়ে বড় সুবিধা হল, সেখানে বিরাট নামে একজন ক্রিকেটার রয়েছে। ও যে ভাবে দীর্ঘ সময় উইকেটে দাঁড়িয়ে থাকল, সেখানেই ম্যাচের চেহারা আমূল বদলে গেল। নিঃসন্দেহে কোহালি অসাধারণ একটা ইনিংস খেলে ম্যাচটা আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে।’’

অস্ট্রেলীয় বোলিং যে কোহালির সামনে অসহায় হয়ে পড়েছিল, তা-ও মেনে নিয়েছেন কামিন্স। তিনি বলেছেন, ‘‘আমরা কিন্তু খুব ভাল বোলিং করেছি। কিন্তু বিরাটের চোখধাঁধানো শটগুলো পরিস্থিতি পাল্টে দিল। বিশেষ করে, অ্যাডাম জ়াম্পার বিরুদ্ধে কোহালি যে ভাবে শটগুলো খেলেছিল, সেটা অসাধারণ। আমরা কিছুই করতে পারিনি। অনায়াস ভঙ্গিতে ম্যাচটা নিজের মুঠোয় নিয়ে ফেলল।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE