তাঁর ব্যাট থেকে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি আসাটা তো এখন জল ভাত। তিনি ব্যাট হাতে মাঠে থাকা মানেই দেশের ভরসা। এবার সেই কোহলির বিরাট ছক্কা। ঢুকে পড়লেন ১০০ কোটির ক্লাবে। তবে রানে নয়, রোজগারে। এই মুহূর্তে ভারতের সব থেকে বড় ক্রীড়াবিদের নাম বিরাট কোহলি। তাঁর দখলে রয়েছে ১৩টি ব্র্যান্ড। তিনি এখন বিজ্ঞাপন জগতের ডার্লিং। তাঁকে নিয়ে চলছে টানাটানি। কোহলির যাবতীয় ব্র্যান্ডিং নিয়ে যে সংস্থা প্রথম থেকেই কাজ করছে তাদের পক্ষ থেকেই এই তথ্য জানানো হয়েছে। তারাই জানিয়েছেন, ২০১৪ সালে বিরাটের এনডোর্সমেন্ট ছিল বছরে ১০ কোটির।
বিরাটের প্রথম বড় ব্র্যান্ডের সঙ্গে চুক্তি ছিল ৬.৫ কোটি বছরে। আর এখন তাঁর দখলে রয়েছে ১১টি ব্র্যান্ড। বিরাটের মানসিক ও শারীরিক ফিটনেসই সব ব্র্যান্ডকে তাঁর দিকে আকর্ষণ করছে। সঙ্গে রয়েছে তাঁর ক্রিকেট মাঠের সাফল্য। বিরাটের এনডোর্সমেন্ট সংস্থার দাবি এই বলিউড থেকে চোখ পুরোপুরি তাঁর দিকে ঘুরিয়ে নিয়েছেন কোহলি। তাদের বিশ্বাস এই বছরই ধোনিকে ছাপিয়ে যাবেন বিরাট। এই মুহূর্তে সব থেকে বেশি ব্র্যান্ড রয়েছে ধোনির কাছে।
আরও খবর
ব্যতিক্রমী আবহে আবেগের হোলি খেললেন কোহালি
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy