নজির: রান তাড়ায় সচিনের ১৭ সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন বিরাট।
রান তাড়া করার অসাধারণ রেকর্ডের জন্য তাঁকে ‘চেজমাস্টার’ বলা হচ্ছে বেশ কয়েক দিন ধরেই। এ বার ক্রিকেটের মাস্টার এবং তাঁর আদর্শ সচিন তেন্ডুলকরকেও ছাপিয়ে গেলেন বিরাট কোহালি। রান তাড়া করার ক্ষেত্রে সচিনের ছিল ১৭টি সেঞ্চুরি। বৃহস্পতিবার রাতে জামাইকায় ম্যাচ জেতানো কোহালির রান তাড়া করার সময় সেঞ্চুরির সংখ্যা হয়ে গেল ১৮।
শুধু তা-ই নয়, সচিনের চেয়ে প্রায় অর্ধেক ম্যাচ খেলে এই মাইলস্টোনে পৌঁছে গেলেন কোহালি (পাশের চার্টে দেখুন)। বিখ্যাত ক্রিকেট লেখক নেভিল কার্ডাস যতই বলে থাকুন ‘পরিসংখ্যান হল গাধা’, কোহালির অবিশ্বাস্য সংখ্যাতত্ত্ব এখন ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচ্য বিষয়। কোনও সন্দেহ নেই ক্রিকেটে ‘কোহিলায়ানা’ এনে ফেলেছেন তিনি।
ক্রিকেটে সেরা ব্যাটসম্যান বাছতে গিয়ে বার বার পন্ডিতরা গুরুত্ব দিয়েছেন শেষ ইনিংসে চাপের মুখে কে কী করেছেন, তার উপর। কে কত বেশি দলকে জিতিয়েছেন, সেই তথ্য শ্রেষ্ঠত্ব বিচারের ক্ষেত্রে সব চেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি। সে দিক দিয়ে এক দিনের ক্রিকেটে অন্তত কোহালির রেকর্ড নজিরবিহীন। কেন তাঁকে অপ্রতিরোধ্য দেখায় পরে ব্যাট করার সময়? প্রশ্ন করায় কোহালি এক বার বলেছিলেন, ‘‘টার্গেট দেখে খেলতে পারলে আমার খুব সুবিধে হয়। তখন একেবারে অঙ্ক কষে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি যে, কখন কী করতে হবে।’’ সীমাহীন চাপ কী ভাবে সামলান? জিজ্ঞেস করায় কোহালির জবাব ছিল, ‘‘চাপ সামলাতেও শিখেছি ধীরে ধীরে। রান তাড়া করতে নেমে কয়েকটা ভাল ইনিংস খেলার পরে আত্মবিশ্বাসও চলে এসেছে। কেন জানি না, চেজ করার সময় আমি খুবই স্বস্তিতে থাকি।’’
২০১১ বিশ্বকাপ জয়ের রাতে বিরাটের কাঁধে সচিন।
ভারত এখনও পর্যন্ত তিন বার এক দিনের ক্রিকেটে সাড়ে তিনশোর উপর রান তাড়া করে জিতেছে। তিন বারই কোহালি যুগে। তিন বারই বড় সেঞ্চুরি করে জিতিয়েছেন কোহালি। যেটা দেখে সকলের চোখ কপালে উঠেছে, তা হচ্ছে ম্যাচ জেতানোর ক্ষেত্রে তাঁর অবদান। এক দিনের ক্রিকেটে কোহালি যে ১০২টি ইনিংসে রান তাড়া করতে নেমেছেন, তার মধ্যে ৬৬টি ম্যাচে জিতেছে ভারত। এই ৬৬টি ম্যাচে কোহালির ব্যাটিং গড় ব্র্যাডম্যানীয় ৯৭.৯৭। রান তাড়া করতে নেমে তিনি যে ১৮টি সেঞ্চুরি করেছেন, তার ১৬টিতেই ভারত জিতেছে। এর মধ্যে ২৩ বার তিনি অপরাজিত থেকেছেন। যা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে, শেষ পর্যন্ত থেকে ম্যাচ জিতিয়ে ফিরছেন তিনি। পাশাপাশি, তেন্ডুলকর এক দিনের ক্রিকেটে পরে ব্যাট করে ১২৭টি ম্যাচ জিতেছেন। এই সব ম্যাচে তাঁর ব্যাটিং গড় ৫৫.৪৫। সেঞ্চুরি ১৪টি।
কোহালি দু’ধরনের ক্রিকেট নিলিয়ে এখনও তেন্ডুলকরের অর্ধেক রাস্তাও পেরোননি। টেস্ট এবং এক দিনের ক্রিকেট মিলিয়ে তাঁর সেঞ্চুরির সংখ্যা এখন ৪৪। কিন্তু এ বছরেই দু’ধরনের ক্রিকেট মিলিয়ে সেঞ্চুরির হাফ সেঞ্চুরিও করে ফেলতে পারেন তিনি। সচিনের সেঞ্চুরি অব সেঞ্চুরিস বাদ দিলে ভারতীয়দের মধ্যে আর কোনও ব্যাটসম্যানের যে কৃতিত্ব নেই।
আরও পড়ুন: মাঝরাতেই কেক কাটলেন মাহি, আজ সৌরভ ৪৫
কোহালি যে কী রকম দুরন্ত গতিতে ছুটছেন, তা পরিষ্কার হয়ে যাবে একটি উদাহরণ দিলেই। এ বি ডিভিলিয়ার্সের দু’ধরনের ক্রিকেট মিলিয়ে সেঞ্চুরির সংখ্যা ৪৫। কোহালির চেয়ে একটি বেশি। কিন্তু ডিভিলিয়ার্স যেখানে ৪৫টি সেঞ্চুরি করতে নিয়েছেন সব মিলিয়ে ৪০৪টি ম্যাচ, সেখানে কোহালির ৪৪টি সেঞ্চুরি এসেছে দু’ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র ২৯৪টি ম্যাচে।
আরও নানা সব মণিমুক্তোর সন্ধান পাওয়া যাচ্ছে। টেস্টে ব্যাটিং গডের দিক থেকে এখনও এক নম্বরে ডন ব্র্যাডম্যান। কিন্তু ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতে গড়ে শীর্ষে এখন কোহালি। টি-টোয়েন্টিতেও রান তাড়া করার সময় তাঁর গড় প্রায় ৮৪। যে দ্রুততায় তিনি সব মাইলস্টোনে পৌঁছচ্ছেন, তা দেখেও মনে হতে শুরু করেছে কোন রেকর্ড আর কত দিন নিরাপদ থাকবে। এক দিনের ক্রিকেটে তেন্ডুলকর ৪৯টি সেঞ্চুরি করেছেন ৪৫২ ইনিংসে। অর্থাৎ গড়ে ৯টি করে ইনিংস নিয়েছেন প্রত্যেকটি সেঞ্চুরি করতে। কোহালি সেখানে প্রত্যেক ৬ ইনিংস অন্তর সেঞ্চুরি করছেন।
আধুনিক যুগে গদার মতো ব্যাট ব্যবহৃত হচ্ছে, ক্রিকেটের নিয়মকানুন আরও বেশি করে ব্যাটসম্যানদের পক্ষে চলে গিয়েছে, বোলারের সামগ্রিক মানে পতন ঘটেছে। এ সবই মানা গেল। তবুও স্বীকার না করে উপায় নেই যে, ক্রিকেট গ্রহে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে বিরাট রাজার ব্যাট!
বাঁকানো ফ্রি-কিকের জন্য ইংলিশ ফুটবলে স্লোগান উঠেছিল ‘বেন্জ ইট লাইক বেকহ্যাম’। রান তাড়া করার এই অবিশ্বাস্য রেকর্ডের জেরে ভারতীয় ক্রিকেটে নতুন ধ্বনি— ‘চেজ ইট লাইক কোহালি!
রান তাড়া করো কোহালির মতো
• ওয়ান ডে ক্রিকেটে রান তাড়া করার সময় কোহালি এখন সব চেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তাঁর সেঞ্চুরি ১৮। সচিনের ছিল ১৭টি।
• রান তাড়া করতে নেমে সচিনের ১৭টি সেঞ্চুরি এসেছিল ২৩২ ইনিংস খেলে। কোহালির ১৮তম সেঞ্চুরি এল ১০২তম ইনিংসে।
• ওয়ান ডে-তে মোট সেঞ্চুরির সংখ্যায় কোহালি (২৮টি সেঞ্চুরি) এখন তিন নম্বরে। তাঁর আগে শুধু পন্টিং(৩০) এবং সচিন (৪৯)।
• টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে কোহালির সেঞ্চুরি সংখ্যা এখন ৪৪। সেঞ্চুরির হাফ সেঞ্চুরি হতে বাকি ছয়। সচিন ছাড়া কোনও ভারতীয়ের নেই।
• রান তাড়া করার সময় স্ট্রাইক রেটেও কোহালি (৯৩.৪২) অনেকের চেয়ে এগিয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy