Advertisement
০৫ নভেম্বর ২০২৪

কলকাতা লিগের নতুন কাণ্ড

আজব নিয়ম আইএফএ-র! এ বারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের ম্যাচ ছাড়া বাকি কোনও দলের ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, কলকাতা লিগে তিন প্রধানের খেলাই এ বার একমাত্র টিভি-তে সরাসরি দেখানো হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৬ ০৩:২৯
Share: Save:

আজব নিয়ম আইএফএ-র! এ বারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহমেডানের ম্যাচ ছাড়া বাকি কোনও দলের ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হচ্ছে না। উল্লেখ্য, কলকাতা লিগে তিন প্রধানের খেলাই এ বার একমাত্র টিভি-তে সরাসরি দেখানো হচ্ছে। সে কারণেই হয়তো সেরার পুরস্কারও দেওয়া হচ্ছে ওই তিন দলের ম্যাচেই। কিন্তু ময়দানের তথাকথিত ছোট টিমগুলোর ম্যাচে কেন এই পুরস্কার দেওয়া হবে না? আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায় দাবি করলেন, ‘‘এখন ম্যাচের সেরার পুরস্কার দেওয়া না হলেও লিগ শেষ হলে আমরা একসঙ্গে সব দলের ম্যাচেরই পুরস্কার দিয়ে দেব।’’ গত বছরও কলকাতা লিগের সব ম্যাচে সেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছিল। এ বছর হঠাৎ করে কেন তা বন্ধ হয়ে গেল? শোনা যাচ্ছে, আইএফএ-র আর্থিক ঘাটতিই কারণ।

অন্য বিষয়গুলি:

Kolkata league man Of The Match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE