ফুটসলের ‘পেলে’ মাতাচ্ছেন বিশ্বকাপ। রবিবার রাতে ইউক্রেনকে ৩-১ হারাল পাঁচ বারের ফুটসল বিশ্বকাপজয়ী দল। যে ম্যাচে জোড়া গোল করলেন ফালকাও। যাঁকে সবাই জানে ফুটসলের ‘পেলে’ হিসেবে।
কিছু দিন আগেই ভারতে হয়ে যাওয়া প্রিমিয়ার ফুটসলে খেলতে এসেছিলেন ফালকাও। চোঁখ ধাঁধানো সমস্ত স্কিল আর দুর্দান্ত ফিনিশে জমিয়ে দিয়েছিলেন ফুটসল। এ বার বিশ্বমঞ্চেও নজর কাড়া পারফরম্যান্স তাঁর। জোড়া গোল করলেন, টিমকে খেলালেন, জেতালেন।
ফুটসলের বিশেষত্ব হচ্ছে প্রতিটা দলে পাঁচ জন করে প্লেয়ার। কোনও অফসাইড থাকে না। আর ছোট জায়গায় খেলা হয় বলে পাসিং মুভও তৈরি হয়। ফুটসল বিশ্বকাপ মানে আবার ব্রাজিলের দাপট। যারা এই টুর্নামেন্টের ইতিহাসে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন। ব্রাজিলের এই একক আধিপত্যের পিছনে ফালকাওই আসল কারিগর। ব্রাজিল ফুটবলে পেলে-কে যেমন সর্বকালের সেরা ধরা হয়, ফুটসলের ইতিহাসেও ফালকাও-কে সেই একই স্থানে বসানো হয়। বহু বার ফিফার বর্ষসেরাও নির্বাচিত হয়েছেন। এ বারও বিশ্বকাপে ফালকাও ম্যাজিকে জয়ের মেজাজে শুরু করল ব্রাজিল।
অন্য ম্যাচে আবার মোজামবিক-কে ৩-২ হারাল অস্ট্রেলিয়া। ভিয়েতনাম ৪-২ হারাল গুয়াতেমালা-কে। ইতালি ৪-২ জিতল প্যারাগুয়ের বিরুদ্ধে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy