Advertisement
০৫ নভেম্বর ২০২৪

আইএসএলে কলম্বিয়ার দুই ফুটবলার

আইএসএলের আন্তর্জাতিক প্লেয়ার্স পুল থেকে ফ্র্যাঞ্চাইজিদের ফুটবলার কেনার ব্যাপারটি দু’দিন নয়, এক দিনেই শেষ হবে। ২১ অগস্ট কোলাবার একটি পাঁচতারা হোটেলে বসবে ‘বাজার’। ইতিমধ্যেই ক্লাবগুলিকে কুড়ি জনের একটি ফুটবলার তালিকা পাঠিয়ে দিয়েছে সংগঠক আইএমজিআর। তাঁদের নামের পাশে দামও লিখে দেওয়া হয়েছে। কারও দামই চল্লিশ লাখের বেশি নয়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৪ ০২:৪৮
Share: Save:

আইএসএলের আন্তর্জাতিক প্লেয়ার্স পুল থেকে ফ্র্যাঞ্চাইজিদের ফুটবলার কেনার ব্যাপারটি দু’দিন নয়, এক দিনেই শেষ হবে। ২১ অগস্ট কোলাবার একটি পাঁচতারা হোটেলে বসবে ‘বাজার’। ইতিমধ্যেই ক্লাবগুলিকে কুড়ি জনের একটি ফুটবলার তালিকা পাঠিয়ে দিয়েছে সংগঠক আইএমজিআর। তাঁদের নামের পাশে দামও লিখে দেওয়া হয়েছে। কারও দামই চল্লিশ লাখের বেশি নয়। তবে পুরো ৪৯ জন বিদেশির তালিকা সামনের সপ্তাহের শুরুতেই প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলে রাখা হবে এ রকম দু’জন ফুটবলারের নাম জানিয়ে দেওয়া হল সরকারি ভাবে। কলম্বিয়ার জাইরো আন্দ্রে সুয়ারেজ এবং আন্দ্রে ফিলিপ গঞ্জালেজ। আন্দ্রে গঞ্জালেজ কলম্বিয়ার জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। ২০০৪-এ কোপা আমেরিকায় কলম্বিয়া দলেও ছিলেন তিনি। যে টুর্নামেন্টে চতুর্থ হয় কলম্বিয়া। জাইরো অবশ্য জাতীয় দলে খেলেননি। কর্নেল গ্লেনকে দলে নিয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি।

পুণেতে লুসিয়ানো, সুয়োকা: এডে চিডির মতো ভারতে খেলা অন্যতম সফল বিদেশি ফুটবলারের এখনও ক্লাব জোটেনি। গত বছর মহমেডানে খেলা পেন ওরজিও ক্লাবের সন্ধানে। চোট নিয়ে উগা ওপারা বাড়িতে বসে রয়েছেন। তাঁর ফুটবল জীবনই অনিশ্চিত। লুসিয়ানো সাব্রোসা এবং রিউজি সুয়োকার অবশ্য কপাল খুলতে চলেছে। পুণে কোচ করিম বেঞ্চারিফার সৌজন্যে। পুণে এফসি-র সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন দুই বিদেশি-ই। যতক্ষণ না চুক্তি সই হচ্ছে ততক্ষণ মুখ খুলতে চাইছেন না পুণে কর্তারা। তবে ক্লাবের অন্যতম কর্তা চিরাগ তান্না ফোনে স্বীকার করলেন, “অনেক বিদেশির সঙ্গেই কথা হচ্ছে। কথা চলছে সুয়োকা এবং লুসিয়ানোর সঙ্গেও। এই দুই ফুটবলারের আমাদের টিমে খেলার সম্ভাবনা রয়েছে।” উল্লেখ্য, কোনও বিদেশি ফুটবলারকে এখনও সই-ই করায়নি পুণে। মার্কি ফুটবলারও নেয়নি তারা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE