মীরাবাই চানুতে মজে গোটা দেশ। টোকিয়ো অলিম্পিক্স থেকে রুপো জিতে তিনি দেশে ফিরতেই আরেক চানুর সন্ধান পেয়ে গেল ভারত। মঙ্গলবার খুদে চানুকে খুঁজে পাওয়া গেল নেটমাধ্যমে। ভারতের হয়ে রুপো জয়ী ভারোত্তোলককে দারুণ নকল করল খুদে ভারোত্তোলক।
ভিডিয়োতে দেখা যায়, চানুকে নকল করছে বাচ্চা একটি মেয়ে। হাতে পাওডার লাগানো থেকে শুরু করে পদক নেওয়া সবটাই চানুর মতো। এই ভিডিয়ো আপলোড করেন সতীশ শিবলিঙ্গম। এই ভিডিয়ো নজরে আসতেই তা শেয়ার করেন চানুও।
সতীশ তাঁর পোস্টে লেখেন, ‘জুনিয়র মীরাবাই চানু, একেই বলে অনুপ্রেরণা।’ চানু ভিডিয়ো শেয়ার করে লেখেন, ‘খুব মিষ্টি, দারুণ।’ তবে শুধু এই দুই ভারোত্তোলকই নন, এই ভিডিয়ো শেয়ার করেছেন নেটাগরিকরাও।
So cute. Just love this. https://t.co/IGBHIfDrEk
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) July 26, 2021
শনিবার ৪৯ কেজি বিভাগে রুপো জিতে নেন চানু।