আইপিএলে আগামী শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করছে রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল খেলতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। অবশেষে চিন্তামুক্ত রাজস্থান। দুই ক্রিকেটারই সুস্থ হয়ে গিয়েছেন। প্রথম ম্যাচে তাঁদের পেতে অসুবিধা হওয়ার কথা নয়।
যশস্বী ইতিমধ্যেই রাজস্থান শিবিরে যোগ দিয়েছেন। তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলতে গিয়েছে সঞ্জুর তর্জনীতে চিড় ধরেছিল। অস্ত্রোপচারের পর রিহ্যাব করে তিনিও এখন সুস্থ। সোমবার রাজস্থান শিবিরে যোগ দেওয়ার কথা তাঁর। ছাড়পত্র দিয়েছে বোর্ডও।
আরও পড়ুন:
বোর্ডের এক সূত্র বলেছেন, “সোমবার রাজস্থান দলের সঙ্গে যোগ দিচ্ছে সঞ্জু। বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সিওই) হওয়া ফিটনেস পরীক্ষায় পাশ করে গিয়েছে। এখন ওর উইকেটকিপিং পরীক্ষা হচ্ছে। তার পরেই ছেড়ে দেওয়া হবে। যশস্বীর ক্ষেত্রে, গোড়ালিতে হালকা চোট ছিল। ভাল ভাবেই রিহ্যাব করেছে। সিওই থেকে ওকেও ছাড়পত্র দেওয়া হয়েছে।”
রবিবার রাজস্থানের তরফে একটি পোস্ট করে লেখা হয়, ‘জয়সবল মরসুম শুরু হয়ে গিয়েছে।’ যশস্বীর আগ্রাসী খেলার জন্য তাঁকে ‘জয়সবল’ নাম দেওয়া হয়েছে।