ফের ডোপিংয়ের কালো ছায়া। ফাইল ছবি
টোকিয়ো অলিম্পিক্স শুরু হওয়ার আগে বিপদের ঘনঘটা ভারতীয় শিবিরে। টোকিয়োগামী এক কুস্তিগীর ডোপ পরীক্ষায় ধরা পড়েছেন। তাঁকে সাময়িক ভাবে নির্বাসিত করেছে বিশ্ব কুস্তি সংস্থা। বৃহস্পতিবার থেকে এই শাস্তি কার্যকর হয়েছে। তবে নিয়ম মেনেই ওই কুস্তিগীরের নাম প্রকাশ করা হয়নি।
এবারের অলিম্পিক্সে আটজন কুস্তিগীর যোগ্যতা অর্জন করেছেন। এঁদের মধ্যে চারজন মহিলা এবং চারজন পুরুষ। কিন্তু ডোপ পরীক্ষায় ধরা পড়ার সংশ্লিষ্ট কুস্তিগীরের অলিম্পিক্স যাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। ভারতীয় কুস্তি সংস্থা জানিয়েছে, তারা ঘটনার ব্যাপারে জানত না। জাতীয় ডোপ-বিরোধী সংস্থা (নাডা) কোনও মন্তব্য করতে চায়নি।
২০০৮ থেকে টানা তিন অলিম্পিক্সে কুস্তি থেকে পদক পেয়েছে ভারত। তার আগেও বেশ কিছু পদক এসেছে। তাৎপর্য্যপূর্ণ হলেও সত্যি, কুস্তিতেই বেশিরভাগ ডোপ পরীক্ষার ঘটনা ধরা পড়েছে। নাডার এক প্রতিবেদন অনুযায়ী, অ্যাথলেটিক্স এবং ভারত্তোলনের পরে সব থেকে বেশি ডোপিং হয় কুস্তিতে।
এই নিয়ে অলিম্পিক্সের আগে দ্বিতীয় বার কোনও কুস্তিগীরের ডোপিং ধরা পড়ল। ২০১৬ রিয়ো গেমসের আগে নরসিংহ যাদব ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। সেই ঘটনায় নাম জড়িয়েছিল অধুনা সাগর রানা হত্যাকাণ্ডে ধৃত সুশীল কুমারের। নরসিংহ চার বছর নির্বাসিত হয়েছিলেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy