দেশের জার্সি আপাতত তুলে রেখেছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। কারণ চলছে আইপিএল। বাংলাদেশ থেকে সাকিব আর মুস্তাফিজই জায়গা করে নিয়েছেন আইপিএল-এর দলে। আর আজ মুখোমুখি সেই দুই দলই। মুখোমুখি দুই সতীর্থ আজ হায়দরাবাদের মাটিতে। আইপিএল-এর প্রথম ম্যাচ থেকেই খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সাকিব আল হাসানের সামনে এই মরশুমে এটাই প্রথম সুযোগ তাও আবার সেই দলেরই বিরুদ্ধে যে দলে রয়েছে তাঁরই দেশের সতীর্থ। কিন্তু সে যতই দেশের জার্সি পরে কাঁধে কাঁধ মিলিয়ে খেলুক না কেন, আজ মাঠে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দু’জনেই। মুস্তাফিজের হয়তো জমি আপাতত পাঁকা কিন্তু প্রথম আইপিএল-এ তাঁকে নিজের জাত চেনাতে হবে।
যখন এই চ্যালেঞ্জের সামনে মুস্তাফিজুর ঠিক তখনই আইপিএল খেলার অভিজ্ঞতার ঝুলি নিয়েও দলে জায়গা পাঁকা করার লড়াইয়ে সাকিব। প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি কেকেআর দলে। শেষ পর্যন্ত গৌতম গম্ভীরকে ভরসা রাখতে হল তাঁর উপরই। সাকিব-মুস্তাফিজ এই লড়াই নিয়ে অবশ্য আলাদা করে ভাবতে নারাজ। বরং ব্যাক্তিগত লড়াইয়ের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছেন দলগত লড়াইকে। মাঠের বাইরে তো সবাই বন্ধু। তার উপর যখন দু’জনেই এক দেশের। কিন্তু এখন সে সব ভাবার সময় কোথায়। ভারতের মাটিতে লড়াইটা হোক না সাকিব-মুস্তাফিজের। তবে সেটা শুধুই ক্রিকেট মাঠে। কে হাসবে শেষ হাসি জানতে অবশ্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা।
আরও খবর
ফিল্ডিং কলকাতার, দলে নারিন-সাকিব, লাইভ...
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy