মহেন্দ্র সিংহ ধোনিকে পুণে সুপারজায়ান্টসের অধিনায়কত্ব থেকে সরানোর খবরটা শুধু অবাক করার মতো নয়, দুঃখজনকও। রবিবার কলকাতার বাইরে ছিলাম। সেখানেও দেখলাম ঘটনাটা নিয়ে জোর আলোচনা চলছে।
ওর মতো দু’টো বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে দিলে তো ক্রিকেটপ্রেমীদের মধ্যে প্রতিক্রিয়া হবেই। ক্যাপ্টেন হিসাবে ওর এমন সব সাফল্য যে, ভুলেই গিয়েছিলাম, অধিনায়ক ধোনিরও শেষ আছে।
ঠিক কী কারণে, এই সিদ্ধান্ত নিল পুণের ফ্র্যাঞ্চাইজি, জানি না। আমার কিন্তু ব্যক্তিগত ভাবে মনে হয়, অধিনায়ক হিসাবে ধোনির এখনও অনেক দেওয়ার ছিল। ভারত-ইংল্যান্ড সিরিজেও বারবার দেখা গিয়েছে বিরাট কোহালিকে পরামর্শ দিচ্ছে ধোনি।
গতবারের ফলাফলের ভিত্তিতে একা ধোনিকে কাঠগড়ায় দাঁড় করানোও মনে হয় ঠিক না। পুরো দলটাই তো খারাপ খেলেছে। আবার এটাও ঠিক যে, আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় হয়তো এ ভাবে ভাবা হয় না। টিম জিতছে না মানে ক্যাপ্টেনকেই দায় নিতে হবে। তাতেও যুক্তি আছে। এটাই যদি ফর্মুলা হয়, তো মেনে নেওয়া ছাড়া উপায় নেই।
নতুন অধিনায়ক স্টিভ স্মিথের সামনে বিরাট চ্যালেঞ্জ। দেশের যে কোনও মাঠে গেলে নিশ্চয়ই স্মিথ নয়, ধোনিকে দেখার জন্যই ভক্তরা ভিড় করে আসবে। এখনও কোহালিকে জনপ্রিয়তায় পাল্লা দিতে পারে একমাত্র ধোনি। এ রকম মহাতারকাকে সরানোর সিদ্ধান্ত আর যাই হোক আমরা ভারতীয় ক্রিকেটে দেখে অভ্যস্ত নই। সিদ্ধান্ত ঠিক হল না ভুল, সে তো দশম আইপিএল শুরু হলেই বোঝা যাবে। আপাতত, এটা ভেবেই খারাপ লাগছে যে, ‘ক্যাপ্টেন কুল’কে আর উইকেটের পিছনে দাঁড়িয়ে মাস্টারস্ট্রোকগুলো নিতে দেখব না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy