Advertisement
০৪ নভেম্বর ২০২৪

দঃ কোরিয়া বিশ্বকাপ থেকে ফিরেই পরের লক্ষ্য বেছে নিয়েছে মেহুলি

দক্ষিণ কোরিয়া থেকে শুক্রবার বিকেলে কলকাতায় ফিরেছে মেহুলি। কমনওয়েলথ গেমসের পরে এই প্রথম ঘরে ফেরা। মাঝে দিন কয়েকের জন্য দিল্লিতে এসেছিল মেহুলি।

ফেরা: বিমানবন্দরে প্রশিক্ষক জয়দীপের সঙ্গে মেহুলি। ছবি: সুদীপ্ত ভৌমিক

ফেরা: বিমানবন্দরে প্রশিক্ষক জয়দীপের সঙ্গে মেহুলি। ছবি: সুদীপ্ত ভৌমিক

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৮ ১৭:২৯
Share: Save:

কমনওয়েলথ গেমসে রুপো এসেছিল। কিন্তু দক্ষিণ কোরিয়ায় বিশ্বকাপ শুটিংয়ে তার পদক আসেনি। সে জন্য অবশ্য ভেঙে পড়ছে না মেহুলি ঘোষ। বরং সিনিয়র বিশ্বকাপে এই লড়াইয়ের অভিজ্ঞতা তাকে আরও উন্নত করবে বলেই মনে করে ১৭ বছরের বাঙালি শুটার।

দক্ষিণ কোরিয়া থেকে শুক্রবার বিকেলে কলকাতায় ফিরেছে মেহুলি। কমনওয়েলথ গেমসের পরে এই প্রথম ঘরে ফেরা। মাঝে দিন কয়েকের জন্য দিল্লিতে এসেছিল মেহুলি। তবে কলকাতায় ফেরার সুযোগ হয়নি। দিল্লি থেকেই চলে যায় দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে। বিশ্বকাপে যোগ দিতে। যেখানে অল্পের জন্য ফাইনালে ওঠা হয়নি। যে অভিজ্ঞতা নিয়ে মেহুলি বলছে, ‘‘বিশ্বকাপে দারুণ লড়াই হয়েছে। বিশ্বের সব সেরা শুটার এসেছিল। সব চেয়ে বড় কথা, ওখানেই আবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ হবে। ফলে ওখানকার শুটিং রেঞ্জ, আবহাওয়া সম্পর্কে অনেকটাই ধারণা হয়ে গেল। যেটা খুব কাজে দেবে।’’

চ্যাংওন বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতার মাত্রা এ বার অনেক বেশি ছিল। যা নিয়ে মেহুলির মন্তব্য, ‘‘এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আমি অনেক কিছু শিখছি। বুঝতে পারছি, আমাকে আরও উন্নত করতে হবে। কমনওয়েলথে রুপো এসেছে বলে সন্তুষ্ট হওয়ার কোনও জায়গা নেই।’’

তবে সেপ্টেম্বরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে রয়েছে মে মাসের মিউনিখ বিশ্বকাপ। যার জন্য এখন প্রস্তুতি শুরু হবে মেহুলির। তার আগে ৩০ এপ্রিল দিল্লি যেতে হবে কমনওয়েলথ সাফল্যের জন্য পুরস্কার নিতে। মেক্সিকোয় জুনিয়র-সিনিয়র, দুই বিশ্বকাপেই সফল হওয়ার পরে এ বার পুরোপুরি সিনিয়র বিশ্বকাপে। কতটা কঠিন মনে হচ্ছে এই চ্যালেঞ্জ? মেহুলি বলছে, ‘‘আমি জুনিয়র, সিনিয়র ওই ভাবে ব্যাপারটা দেখি না। যেখানেই নামি, নিজের সেরাটা দিই। প্রতিটা গুলি চালানোর সময় সামনের টার্গেট ছাড়া মাথায় কিছু থাকে না।’’

এ বার সামনে কী লক্ষ্য থাকছে? মেহুলি বলছে, ‘‘মিউনিখ বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে চাই। যার জন্য এখন আমার প্রস্তুতি শুরু হবে।’’ মিউনিখ বিশ্বকাপ শুরু ১৯ মে থেকে। তার জন্য ১৪ মে জার্মানি পৌঁছে ভারতীয় দলের শিবিরে যোগ দেবে মেহুলি। এ বার নিজের উদ্যোগে তার সঙ্গে যাচ্ছেন প্রশিক্ষক জয়দীপ কর্মকারও। জয়দীপ বলছিলেন, ‘‘মনে হল, আমি সঙ্গে থাকলে কয়েকটা ব্যাপারে মেহুলিকে সাহায্য করতে পারব। ও যে ভাবে ভারতীয় দলের সঙ্গে প্রস্তুতি নিচ্ছে, সে ভাবেই নেবে। আমি তার বাইরে যতটা পারি সাহায্য করে যাব।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE