সুন্দর সিংহ গুরজার।
অদ্ভুত কারণে প্রতিযোগিতায় অংশই নিতে পারলেন না সুন্দর সিংহ গুরজার। প্যারালিম্পিক্সে তাঁকে ঘিরে ছিল পদকের প্রত্যাশা। কিন্তু তিনি ইভেন্টে নামতেই পারলেন না। জ্যাভলিন থ্রোতে তিনি নামতে পারলে হয়তো আরও একটি পদক চলে আসত ভারতের ঝুলিতে। কিন্তু দেরি করে ইভেন্টে পৌঁছনোয় তাঁকে বাদ দেওয়া হল প্রতিযোগিতা থেকে। মঙ্গলবারের ঘটনা। যে মুহূর্তে জ্যাভলিন থ্রোয়ের প্রতিযোগীদের নাম ডাকা হচ্ছিল তখন তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে ভারত থেকে তিন জন প্রতিযোগী ছিলেন। তাঁদের মধ্যে একজন দেবেন্দ্র ঝাঝারিয়া সোনা জিতে নিয়েছেন। সঙ্গে বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন। রিঙ্কু লুকাও ছিলেন সেই সময় উপস্থিত। কিন্তু দেখা যায়নি সুন্দরকে। সুন্দর সিংহর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘‘ও ইংরেজি বুঝতে পারেনি।’’ না হলে সোনা জিততে পারতেন তিনিও। ভারতের প্যারালিম্পিক্স কমিটির সহ-সভাপতি গুরশন সিংহ জানান, পুরো বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। তিনি বলেন, ‘‘সব অ্যাথলিটরা একই জায়গায় ওয়ার্ম আপ করছিল। সেখানেই সুন্দরও ছিল। অ্যাথলিটদের নাম একাধিকবার ডাকা হয়েছে। আমরা বুঝতে পারছি না ঠিক কী হয়েছিল। ওয়ার্ম আপে অতিরিক্ত ব্যস্ত থাকায় কি ও ডাক শুনতে পায়নি?’’
এই ঘটনায় স্বভাবতই হতাশ সুন্দর। যতক্ষণে সুন্দর সিংহ প্রতিযোগিতার জায়গায় পৌঁছন তখন তাঁকে জানানো হয় তাঁকে বাতিল করা হয়েছে। সুন্দর সিংহর ভাই এটাকে, চক্রান্ত বলছেন। আর তদন্ত দাবি করেছেন।
আরও খবর
জ্যাভেলিনে নিজের বিশ্বরেকর্ড ভেঙে রিওয় সোনা জিতলেন দেবেন্দ্র
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy