Advertisement
০৫ নভেম্বর ২০২৪

বার্সেলোনার হয়ে প্রথম গোল করলেন সুয়ারেজ

ম্যাচ ফিটনেস ধরে রাখতে মাঠে নামার কথা ছিল। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বুধবার ফ্রেন্ডলি ম্যাচে নামলেনও। তবে শুধু ফিটনেস নয়, সঙ্গে দেখিয়ে দিলেন বার্সেলোনার জার্সিতে গোল করতে কতটা মরিয়া হয়ে রয়েছেন। তিনিলুই সুয়ারেজ।

বাবাকে শুভেচ্ছা জানাতে দৌড় ছোট্ট ডেলফিনার। ছবি গেটি ইমেজেস

বাবাকে শুভেচ্ছা জানাতে দৌড় ছোট্ট ডেলফিনার। ছবি গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০৩:৪৫
Share: Save:

ম্যাচ ফিটনেস ধরে রাখতে মাঠে নামার কথা ছিল। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে বুধবার ফ্রেন্ডলি ম্যাচে নামলেনও। তবে শুধু ফিটনেস নয়, সঙ্গে দেখিয়ে দিলেন বার্সেলোনার জার্সিতে গোল করতে কতটা মরিয়া হয়ে রয়েছেন। তিনিলুই সুয়ারেজ।

৮১ মিলিয়ন ইউরোয় উরুগুয়ের স্ট্রাইকার বার্সেলোনায় সই করার পর এই নিয়ে দ্বিতীয় ম্যাচে নেমে জোড়া গোলও করলেন। যার সুবাদে বার্সার বি টিম ৬-০ জিতল। সুয়ারেজ ছাড়াও গোল পান বার্সায় এ মরসুমে সই করা আর এক তারকা টমাস ভারমেয়ালিন। জিওর্জিও চিয়েলিনিকে কামড়ে দেওয়ার দায়ে সুয়ারেজের উপর চাপা ফিফার চার মাসের শাস্তি শেষ হতে এখনও বাকি মাস খানেক।

দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে বাধ্য হওয়ায় সুয়ারেজের ম্যাচ ফিটনেস ঠিক রাখাটাই তাই বার্সেলোনার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল। বার্সেলোনার কোচ লুই এনরিকে তাই চাইছিলেন ফ্রেন্ডলি ম্যাচে নামিয়ে সুয়ারেজের ছন্দটা বজায় রাখতে। বার্সার জোয়ান গাম্পার ট্রেনিং কমপ্লেক্সে সুয়ারেজ আর তাঁর প্রাক্তন আয়াক্স টিমের সতীর্থ ভারমেয়ালিনকে তাই সেই মতো মাঠে নামার আগে গা ঘামাতে দেখা যায়।

ম্যাচে নেমে বার্সাকে যদিও এগিয়ে দেন ভারমেয়ালিনই। প্রথমার্ধে গোলদাতাদের তালিকায় নিজের নাম তুলে ফেলেন সুয়ারেজও। অ্যালেন হালিলোভিচের পাস থেকে দুরন্ত ভাবে গোল করেন সুয়ারেজ। ইন্দোনেশিয়ার এক ডিফেন্ডার হালিলোভিচকে বক্সের মধ্যে ফাউল করলে কিছুক্ষণ পরে একটা পেনাল্টি পাওয়ারও সুযোগ চলে এসেছিল বার্সার। কিন্তু রেফারি দেননি। তাতেও অবশ্য বার্সার গোলের স্রোত আটকাতে পারেনি ইন্দোনেশিয়ার দলটি।

প্রথমার্ধের মাঝামাঝি ডেভিড বাবুনস্কি বার্সাকে আরও এগিয়ে দেন ২০ গজের দুরন্ত শটে। দ্বিতীয়ার্ধে শুরু থেকেও একই রকম চাপ ধরে রাখে বার্সা। এই সময় সুয়ারেজ আর হালিলোভিচ যে ভাবে ইন্দোনেশিয়ার রক্ষণকে নাজেহাল করে রাখেন তাতে এটা স্পষ্ট হয়ে যায় বাকি মরসুমের জন্য কেন বার্সা তাঁর উপর এতটা ভরসা রাখছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি হালিলোভিচকে অবশ্য তুলে নেওয়া হয়। নেমেই এ বার গোলের খাতা খোলেন বিচো।

উরুগুয়ের তারকাকে উৎসাহ দিতে মাঠে হাজির ছিল তাঁর পরিবার। বিশ্বকাপের অভিশাপ কাটিয়ে মাঠে ফিরতে কতটা মরিয়া, সেটা পরিবারের সামনে দ্বিতীয় গোলে আবার বুঝিয়ে দেন সুয়ারেজ। এর পর বার্সা পেনাল্টি পেলে হ্যাটট্রিক করারও সুযোগ এসেছিল তাঁর। কিন্তু নিজে না নিয়ে এক তরুণ সতীর্থকে পেনাল্টি নেওয়ার জন্য এগিয়ে দেন সুয়ারেজ।

ফ্রেন্ডলি ম্যাচে ৯০ মিনিটই মাঠে থেকে সুয়ারেজ বুঝিয়ে দিয়েছেন, ম্যাচ না খেললেও তিনি যথেষ্ট ফিট। ২৪ অক্টোবর সুয়ারেজের সরকারি ভাবে মাঠে নামার উপর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এর ক্লাসিকোয় তাঁকে নামাতে পারেন বার্সা কোচ লুই এনরিকে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE