Advertisement
০৬ নভেম্বর ২০২৪

জেতাল স্মিথের ১৬৪

অবশেষে ভাগ্য ফিরল স্টিভ স্মিথের। শ্রীলঙ্কায় হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজও জঘন্য গিয়েছিল তাঁর। একটাও টস জিততে পারেননি। একটাও সেঞ্চুরি পাননি। কিন্তু ফর্ম্যাট আর বিপক্ষ বদলানোর সঙ্গে যেন ভাগ্যও ফিরেছে অস্ট্রেলীয় অধিনায়কের।

স্মিথের রেকর্ডের দিন দু’টুকরো হল মানরোর ব্যাট। ছবি: এএফপি

স্মিথের রেকর্ডের দিন দু’টুকরো হল মানরোর ব্যাট। ছবি: এএফপি

সিডনি শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ০৩:০৭
Share: Save:

অবশেষে ভাগ্য ফিরল স্টিভ স্মিথের। শ্রীলঙ্কায় হারের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজও জঘন্য গিয়েছিল তাঁর। একটাও টস জিততে পারেননি। একটাও সেঞ্চুরি পাননি। কিন্তু ফর্ম্যাট আর বিপক্ষ বদলানোর সঙ্গে যেন ভাগ্যও ফিরেছে অস্ট্রেলীয় অধিনায়কের।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে তিনি টস জিতলেন। জিতে শুধু সেঞ্চুরিই করলেন না, তাঁর ঘরের মাঠ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ ওয়ান ডে স্কোরটাও করে গেলেন। তাঁর ১৬৪ রানের উপর ভর করে ৩২৪-৮ তুলল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে হারাল ৬৮ রানে।রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করেছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপ্টিলও (১১৪)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কোনও ফর্ম্যাটে যা তাঁর প্রথম সেঞ্চুরি। শেষ দিকে তাঁদের কিছুটা আশা দেখিয়েছিলেন কলিন মানরো (৪৯)। কিন্তু দিনের শেষে স্মিথের কৃতিত্বের সামনে সবই ম্লান।

১৫৭ বলে করা স্মিথের ১৬৪ ওয়ান ডে-তে তাঁর সর্বোচ্চ স্কোর। এ দিন তিনি যখন ১৩ ব্যাটিং, ট্রেন্ট বোল্টের বলে তাঁর ক্যাচ ফেলে দেন উইকেটকিপার ব্র্যাডলি ওয়াটলিং। সেখান থেকে ছয়ে নামা ট্র্যাভিস হেডের (৫২) সঙ্গে ১২৭ রান তুলে যান স্মিথ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE