প্লে-অফে জায়গা পাকা করার লক্ষ্য নিয়ে সানরাইজার্স হায়দরাবাদ সোমবার ঘরের মাঠে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। খুব একটা ভাল জায়গায় নেই বিরাট কোহালির দল। ৯ ম্যাচে মাত্র তিনটি জিতেছে তারা। তাই এখন সব ম্যাচেই জিততে হবে আরসিবিকে। তবু সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন হাল্কা ভাবে নিতে রাজি নন কোহালিদের। তাঁর মন্তব্য, ‘‘আরসিবি ভাল দল। বেশ কয়েক জন বিশ্বসেরা ক্রিকেটারও আছে। ওদের হাল্কা ভাবে নেওয়ার প্রশ্ন নেই।’’
দুর্দান্ত ফর্মে সানরাইজার্স। লিগ টেবলের শীর্ষে তারাই। যা নিয়ে উইলিয়ামসনের বক্তব্য, ‘‘টেবলের এক নম্বরে উঠতে পারাটা দারুণ ব্যাপার। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। নানা ধরনের উইকেটে নিজেদের মানিয়ে নেওয়াটাও একটা বড় কাজ।’’ বাকি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দু’টি ঘরের মাঠে। সেই জন্যই হয়তো এ কথা বলেন উইলিয়ামসন।
রবিবার হেরে রাজস্থান রয়্যালস যাওয়ায় প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল। কিংস ইলেভেন পঞ্জাব উঠে এল তিন নম্বরে। লিগ তালিকার যা অবস্থা, বড় অঘটন না ঘটলে চেন্নাই, ও হায়দরাবাদের প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত। আর দু’টি জায়গার জন্য লড়াই পঞ্জাব, কলকাতা ও মুম্বইয়ের মধ্যে। যেখানে এগিয়ে পঞ্জাব। তবে কোহালিরা শেষ পাঁচ ম্যাচ জিতলে ছবিটা পাল্টে যেতে পারে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy