Advertisement
০৬ নভেম্বর ২০২৪

স্টিভনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে গেলেন কার্লোস

জাতীয় দল না কি মশালা টুর্নামেন্ট আইএসএলের ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? এই বিতর্ক নতুন করে আবার উস্কে দিলেন দিল্লি ডায়নামোসের কোচ রবের্তো কার্লোস। আর তা নিয়েই ব্রাজিলের মহাতারকার সঙ্গে ধুন্ধুমার বেঁধে গেল ভারতের ব্রিটিশ কোচ স্টিভন কনস্ট্যানটাইনের! কার্লোস সোমবার অভিযোগ করেন, ‘‘আমার ক্লাবের প্লেয়ার ছাড়ার ব্যাপারে কনস্ট্যানটাইনকে ফোন করেছিলাম। কিন্তু উনি আমার সঙ্গে যে রকম খারাপ ব্যবহার করেছেন, সেটা আমি মোটেও ভাল ভাবে নিতে পারিনি।’’

হিউমের সঙ্গে অবশ্য খোশমেজাজেই। গোয়ায় সোমবার। ছবি টুইটার

হিউমের সঙ্গে অবশ্য খোশমেজাজেই। গোয়ায় সোমবার। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৫ ০৩:৫৪
Share: Save:

জাতীয় দল না কি মশালা টুর্নামেন্ট আইএসএলের ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ?
এই বিতর্ক নতুন করে আবার উস্কে দিলেন দিল্লি ডায়নামোসের কোচ রবের্তো কার্লোস। আর তা নিয়েই ব্রাজিলের মহাতারকার সঙ্গে ধুন্ধুমার বেঁধে গেল ভারতের ব্রিটিশ কোচ স্টিভন কনস্ট্যানটাইনের!
কার্লোস সোমবার অভিযোগ করেন, ‘‘আমার ক্লাবের প্লেয়ার ছাড়ার ব্যাপারে কনস্ট্যানটাইনকে ফোন করেছিলাম। কিন্তু উনি আমার সঙ্গে যে রকম খারাপ ব্যবহার করেছেন, সেটা আমি মোটেও ভাল ভাবে নিতে পারিনি।’’
আসলে, প্রাক বিশ্বকাপের ম্যাচের জন্য গত রবিবারের মধ্যে ফুটবলার ছেড়ে দেওয়ার কথা ছিল আইএসএলের ফ্র্যাঞ্চাইজি টিমগুলোর। কিন্তু সে দিনই আবার এফসি গোয়ার সঙ্গে ম্যাচ ছিল দিল্লি ডায়নামোসের। দিল্লি টিমের তিন ফুটবলার— রবিন সিংহ, শেহনাজ সিংহ এবং ফ্রান্সিস ফার্নান্ডেজকে এফসি গোয়া ম্যাচটির জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়ে কার্লোস নিজে ফোন করে করেছিলেন কনস্ট্যানটাইকে। দিল্লির কোচ কাম মার্কি ফুটবলার নাকি বলেওছিলেন, এই তিন ফুটবলার আইএসএলের ম্যাচ খেলে ৫ অক্টোবর সরাসরি দুবাইয়ে যোগ দেবেন। কিন্তু রাজি হননি স্টিভন। বরং কঠোর ভাবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন ভারতের জাতীয় কোচ। আর তাতেই চটেছেন ব্রাজিলের অন্যতম সেরা প্রাক্তন ডিফেন্ডার।
এমনিতেই কোনও রকম প্র্যাকটিস ছাড়া সুনীল-সুব্রত পালরা তুর্কমেনিস্তান (৮ অক্টোবর) ওমান (১৩ অক্টোবর) ম্যাচ খেলতে উড়ে গিয়েছেন। তার উপর আবার আইএসএলের ম্যাচর জন্য ফুটবলার ছাড়ার অনুরোধে রীতিমতো বিরক্ত হন কনস্ট্যানটাইন। কারণ এটা ফিফার নিয়ম বিরুদ্ধও। ফিফার নিয়মে বলা রয়েছে, জাতীয় দলের হয়ে যে কোনও আন্তর্জাতিক মানের ম্যাচ খেলার জন্য ক্লাবগুলো অন্তত চার দিন আগে ফুটবলার ছাড়তে বাধ্য।
প্রশ্ন উঠেছে, রবের্তো কার্লোস নিজে ব্রাজিলের জার্সিতে প্রায় ১৪ বছর খেলার পরও এ ধরণের অনুরোধ কেন করেছিলেন? কিছু দিন আগে দিল্লির কোচ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য অনেক পরিকল্পনার কথা বলেছিলেন। দাবি করেছিলেন, শুধুমাত্র আইএসএলের ম্যাচ খেলাই নয়, পাশাপাশি তিনি ভারতীয় ফুটবলের উন্নতিও করতে চান। সেই কার্লোসই জাতীয় দলে প্লেয়ার ছাড়া নিয়ে বিতর্কের পর বলে দিয়েছেন, ‘‘আমি ভারতের জাতীয় দল নিয়ে কোনও কথাই আর বলতে চাই না। কনস্ট্যানটাইনের জন্য শুভেচ্ছা রইল।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE