শারাপোভার খেলার উপর নিষেধাজ্ঞা রেখে দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস। যার ফলে আগস্টে রিও অলিম্পিকে অংশ নেওয়া হচ্ছে না এই টেনিস তারকার। ২৯ বছরের রাশিয়ান তারকা গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সময় নিষিদ্ধ ড্রাগ নেওয়ার জন্য নির্বাসিত হন। শারাপোভার খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে কোর্ট আবার বসবে আগামী সেপ্টেম্বরে। দু’মাসের সময় চেয়েছে কোর্ট। কোর্ট অফ আর্বিট্রেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ১৯ সেপ্টেম্বরের এই শারাপোভাকে নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘শারাপোভাকে যে নির্বাসিত করা হয়েছিল তা কমানোর জন্য আবেদন জানিয়েছিলেন তিনি।’’ কিন্তু সেই সিদ্ধান্ত আরও দু’মাসের জন্য স্থগিত রাখা হল। যার ফলে রিও অলিম্পিকে তাঁর খেলার সব আশাই শেষ হয়ে গেল।
আরও খবর
রাওনিককে স্ট্রেট সেটে হারিয়ে উইম্বলডন চ্যাম্পিয়ন মারে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy