Advertisement
০৬ নভেম্বর ২০২৪

কাশ্মীরি বালকের গুগলিতে মুগ্ধ ওয়ার্ন

শেন ওয়ার্নও চমকে গিয়েছেন তার বোলিং দেখে! সোশ্যাল মিডিয়ায় ছেলেটার বোলিংয়ের ভিডিয়ো টুইট করে কেউ কেউ লিখেছেন, শতাব্দীর সেরা বল!

অস্ট্রেলিয়া যে চূড়ান্ত একাদশ দেখে অবাক শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

অস্ট্রেলিয়া যে চূড়ান্ত একাদশ দেখে অবাক শেন ওয়ার্ন।—ফাইল চিত্র।

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ০৪:০৯
Share: Save:

শেন ওয়ার্নও চমকে গিয়েছেন তার বোলিং দেখে! সোশ্যাল মিডিয়ায় ছেলেটার বোলিংয়ের ভিডিয়ো টুইট করে কেউ কেউ লিখেছেন, শতাব্দীর সেরা বল!

জম্মু ও কাশ্মীরের এই বোলারের নাম আহমেদ। বয়স মাত্র সাত! এই বোলারকে নিয়েই এখন যত আলোচনা। স্থানীয় ক্রিকেটে ছেলেটির বল করার দৃশ্য ভিডিয়ো রেকর্ড করে সেটি টুইট করেন এক সাংবাদিক। যে টুইটে তিনি লেখেন, ‘‘খুব সহজেই বলে দেওয়া যায় শতাব্দীর সেরা বল। গুগলিটা প্রায় দেড় মিটারের বেশি ঘুরে স্টাম্প ভেঙে দেয় ব্যাটসম্যানের। শেন ওয়ার্ন, বলটা একবার দেখুন। আপনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে গেলেন।’’ যে ভিডিয়ো চোখে পড়ে ওয়ার্নেরও। তার পরে কিংবদন্তি এই লেগস্পিনার টুইট করেন, ‘‘দুর্দান্ত ডেলিভারি। দারুণ বল করেছে বাচ্চা ছেলেটি।’’

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ চলার সময়ও অস্ট্রেলিয়ার সম্প্রচারকারী সংস্থার স্টুডিওয় আহমেদের বিস্ময়-বল নিয়ে জোর আলোচনা হয়। এমনকি সম্প্রচারকারী সংস্থার ইনস্টাগ্রামে এই বোলিংয়ের ভিডিয়ো ৫০ হাজারেরও বেশি মানুষ দেখেন। সোশ্যাল মিডিয়াতেও এই খুদে ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে যায় আলোচনা। ভিডিয়োয় দেখা গিয়েছে, ডান হাতি লেগস্পিনারের বল বাঁ হাতি ব্যাটসম্যানের লেগস্টাম্পের অনেকটা বাইরে পড়ে ভিতরে ঢুকে স্টাম্প ভেঙে দেয়। তার পরেই শুরু হয়ে যায় আহমেদের উৎসব। এই ম্যাচ অবশ্য খেলা হয়ে গিয়েছে বেশ কয়েক মাস আগে। কিন্তু ভিডিয়ো ‘ভাইরাল’ হয়নি। ওয়ার্নের মন্তব্যের পরে যা হল।

অন্য বিষয়গুলি:

Cricket Googly Shane Warne
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE