Advertisement
০৪ নভেম্বর ২০২৪

সাকিব সুস্থ এবং খেলছেন জানিয়ে দিলেন ফিজিও

সাকিবের খেলা নিয়ে সংশয় কেটে গেল। শুক্রবার অনুশীলনে উরুতে চোট পাওয়ার পর তাঁকে বিশ্রাম নিতে বললেও তিনি নেননি। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার আশায় চোট নিয়েই শনিবার অনুশীলনে নেমে গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ১৭:০৫
Share: Save:

সাকিবের খেলা নিয়ে সংশয় কেটে গেল। শুক্রবার অনুশীলনে উরুতে চোট পাওয়ার পর তাঁকে বিশ্রাম নিতে বললেও তিনি নেননি। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার আশায় চোট নিয়েই শনিবার অনুশীলনে নেমে গিয়েছিলেন। তার পরই সেই চোটের জায়গায় ব্যথা অনুভব করেন তিনি। তবে এই চোট যে তেমন গুরুতর নয় সেটা জানিয়ে দিয়েছেন দলের ফিজিও। আজ বিকেলে সাকিবকে পরীক্ষা করার পরই তিনি একথা জানিয়েছেন। তাঁর বিশ্বাস ফাইনালে খেলতে পারবেন সাকিব।

শনিবার সাকিবকে অনুশীলন ছেড়ে চলে যেতে দেখে সংশয় দানা বাঁধে। প্রচার হয়ে যায় তিনি হয়তো এশিয়া কাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে সব সংশয় কাটিয়ে ফিজিও বলে দিলেন সুস্থ রয়েছেন সাকিব। কালকে ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তিনি।

আজ সকাল থেকেই ভারতের বিরুদ্ধে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। শুক্রবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন উরুতে। অনুশীলনের শেষে দেখা যায় পা টেনে টেনে হাঁটছেন তিনি। দেখ‌ে বোঝা যাচ্ছিল হাঁটতে কষ্ট হচ্ছে। বরফ লাগিয়েও অনেকক্ষণ বসে থাকতে দেখা যায় তাঁকে।

আরও খবর

ইতিহাসে বাংলাদেশের উত্থান

অন্য বিষয়গুলি:

shakib bangladesh cricket Asia Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE