সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত।
নিদাহাস ট্রফিতে নামার আগেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আঙুলে চোট নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)-র পক্ষ থেকে জানান হয় এই কথা।
তবে, সাকিবের এই চোট নতুন নয়, জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঢাকায় শ্রীলঙ্কার বিরুদ্ধে আঙুলে চোট পান এই তারকা অলরাউন্ডার। সাকিবের অনুপস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট এবং টি২০ সিরিজও হারতে হয় বাংলাদেশকে।
তবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আশা করেছিল নিদাহাস ট্রফিতে হয়তো সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন সাকিব। সেই মতো দলেও রাখা হয় তাঁকে। কিন্তু এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় নিদাহাস ট্রফিতেও সাকিবের সার্ভিস থেকে বঞ্চিত হতে হল বাংলাদেশকে।
আরও পড়ুন: নাইটদের নেতৃত্বে পাঁচ দাবিদার
আরও পড়ুন: ‘ধোনির অভিজ্ঞতা বাজারে বিক্রি হয় না বা কেনা যায় না’
সাকিবকে না পাওয়া প্রসঙ্গে বাংলাদেশের কোচ কোর্টনি ওয়ালশ বলেন, “সাকিবের মতো প্লেয়ারের পরিবর্তন এক রাতের মধ্যে সম্ভব নয়। ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার এবং অধিনায়ক হিসেবে ওর বিকল্প পাওয়া কঠিন। তবে সুস্থ হয়ে ওঠার জন্য ওকে আমরা সময় দিতে চাই।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy