বিদায়। পরাজয়ের পর সেরেনা। ছবি: এএফপি।
মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড মেলবোর্নে ভাঙতে পারছেন না সেরেনা উইলিয়ামস। বুধবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভার কাছে তিন সেটের মরিয়া লড়াইয়ের পর হার মানলেন ৩৮ বছর বয়সী।
দুই ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্লিসকোভা ৬-৪, ৪-৬, ৭-৫ হারালেন সেরেনাকে। চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে হারিয়েছিলেন সেরেনা। টেনিসমহল মনে করছিল, ২৩ গ্র্যান্ড স্ল্য়াম জয়ীকে আর আটকানো যাবে না। সেরেনা খেলছিলেনও অদম্য ভঙ্গিতে। কিন্তু, কোয়ার্টার ফাইনালে থমকে গেল তাঁর অভিযান। মা হওয়ার পর সেরেনা এখনও পুরনো মেজাজে ফিরতে পারেননি। মার্গারেট কোর্টের রেকর্ড ভাঙার জন্য এখন ফরাসি ওপেনের অপেক্ষায় থাকতে হবে তাঁকে।
সেরেনাকে হারিয়ে প্লিসকোভা বলেন, “ও ভাল খেলছিল। বিশেষ করে দ্বিতীয় সেটের শেষের দিকে। খুব আগ্রাসী দেখাচ্ছিল। যাক, জিততে পেরে স্বস্তি পাচ্ছি।” এই নিয়ে কেরিয়ারে তৃতীয় বার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন প্লিসকোভা। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী জাপানের নাওমি ওসাকা।
আরও পড়ুন: ফেহলুকায়োকে ‘কালো’ বলে বর্ণবৈষম্য বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক সরফরাজ
আরও পড়ুন: ইংলিশ চ্যানেলে কি হারিয়ে গেল এমিলিয়ানোর স্বপ্ন?
An epic comeback at the #AusOpen! @KaPliskova, down 1-5 in the third set, defeats Serena Williams 6-4, 4-6, 7-5 to advance to the SF!
— US Open Tennis (@usopen) January 23, 2019
🎥: #USOpen pic.twitter.com/QwaGU4UXgg
#BREAKING Serena Williams dumped as Pliskova reaches Australian Open semis pic.twitter.com/KZAUmTZBB6
— AFP News Agency (@AFP) January 23, 2019
FIGHT pic.twitter.com/1D7YziZVzK
— Karolina Pliskova (@KaPliskova) January 23, 2019
Karolina Pliskova on coming back from 1-5 down and saving four match points:
— #AusOpen (@AustralianOpen) January 23, 2019
"It's the best comeback ever so far in my life."#AusOpen pic.twitter.com/Dke1kwf9Nb
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy