এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়ার সঙ্গে সচিন তেন্ডুলকর। ছবি: পিটিআই।
দেশের দায়িত্ব তাঁদেরই কাঁধে। সীমান্তে তাঁদের কড়া নজর থাকে বলেই আমরা নিশ্চিন্তে রাতে ঘুমোতে যাই। সেই সেনাদের বিশেষ সম্মান জানালেন সচিন তেন্ডুলকর। ২৬ মে রিলিজ করছে সচিনকে নিয়ে সিনেমা ‘সচিন আ বিলিয়ন ড্রিমস’। তার আগে দিল্লিতে সেনাবাহিনীর জন্য তাঁর ছবি দেখানোর বিশেষ ব্যবস্থা করলেন স্বয়ং সচিন।
আরও খবর: ভারতের এই চার মাস অসাধারণ ছিল: স্মিথ
গত শনিবার ইন্ডিয়ান এয়ারফোর্স অডিটোরিয়ামে এই ছবি দেখানো হয়। সচিনের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলী তেন্ডুলকরও। সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া। ছিলেন বায়ুসেনা, ভারতীয় সেনা ও নৌসেনার আধিকারিক ও তাঁদের পরিবারের সদস্যরা। সিনেমা শেষে সকলে দাঁড়িয়ে হাততালি দেন। সঙ্গে ছবির ‘সচিন সচিন’ ধ্বনীর সঙ্গে গলাও মেলান অনেকে। পরে জানা যায়, এমন দিনে এই ছবি মুক্তি পাচ্ছে যে দিন কার্গিলে এয়ার অপারেশন শুরু হয়েছিল। এয়ার চিফ মার্শাল স্মৃতির পাতা উল্টে বলেন, ‘‘ওল্ড ট্রাফোর্ডে যেদিন বিশ্বকাপের ম্যাটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত সেদিন আমি শ্রীনগরে ছিলাম।’’
সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে সচিন।
১৯৯৯এ সেই ম্যাচের সময় উত্তপ্ত ছিল ভারত-পাক সীমান্ত। সচিন বলেন, ‘‘আমি যখন এই ছবির জন্য রাজি হয়েছিলাম তখনই ভেবে রেখেছিলাম এই ছবি প্রথম দেখানো হবে আর্মিকেই।’’ সচিন সিনেমা শেষে সবার উদ্দেশে বলেন, ‘‘আমি আপনাদের সামনে এসেছি সব ভারতীয়দের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে। আমাদের দেশকে সুরক্ষিত রাখার জন্য। আপনারাই আসল হিরো।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy